Vaccine Wastage: মে মাসে টিকাকরণে ভারতের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে কেরালা ও পশ্চিমবঙ্গ। টিকা নষ্ট কমিয়ে কেরালা যথাক্রমে ১.১০ লক্ষ ডোজ এবং বাংলা ১.৬১ লক্ষ ডোজ বাঁচিয়েছে বলে উঠে এসেছে কেন্দ্রীয় রিপোর্টে। যেখানে ঝাড়খণ্ডে টিকার ডোজ নষ্টের তালিকায় একেবারে তলানিতে রয়েছে। প্রায় ৩৪ শতাংশ ডোজ নষ্ট করেছে রাজ্য।
সরকারি তথ্য অনুযায়ী, কেরালায় মাইনাস ৬.৭ শতাংশ টিকা নষ্ট হয়েছে। পশ্চিমবঙ্গে সেই পরিসংখ্যান মাইনাস ৫.৪৮ শতাংশ। ছত্তিশগড়ে প্রায় ১৬ শতাংশ এবং মধ্যপ্রদেশে ৭.৩৫ শতাংশ টিকার ডোজ নষ্ট হয়েছে। পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্রে যথাক্রমে ৭ শতাংশ, ৪ শতাংশ, ৩.৯১ শতাংশ, ৩.৭৮ শতাংশ, ৩.৬৩ শতাংশ এবং ৩.৫৯ শতাংশ ডোজ নষ্ট হয়েছে।
আরও পড়ুন পাঁচ বছরের নিচে শিশুদের মাস্ক পরানোয় নিষেধ কেন্দ্রের
সরকারি তথ্য অনুযায়ী, মে মাসে মোট ৭৯০.৬ লক্ষ ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। তার মধ্যে ৬১০.৬ লক্ষ টিকাকরণ হয়েছে। ৬৫৮.৬ লক্ষ ডোজ ব্যবহৃত হয়েছে এবং ২১২.৭ লক্ষ এখনও অব্যবহৃত রয়েছে।
আরও পড়ুন দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৬,১৪৮ জনের
তবে মে মাসের তুলনায় এপ্রিলে বেশি টিকাকরণ হয়েছে দেশে। এপ্রিলে ৮৯৮.৭ লক্ষ টিকাকরণ হয়েছে। ৯০২.২ লক্ষ ডোজ ব্যবহার হয়েছে এবং ৮০ লক্ষ অব্যবহৃত ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন