Advertisment

Justin Trudeau Big Announcement on Resignation: নির্বাচনের আগেই পদত্যাগ? বড় ঘোষণা করলেন জাস্টিন ট্রুডো

Justin Trudeau Big Announcement on Resignation: গত বছর খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের জড়িত থাকার বিষয়ে জোরালো সওয়াল করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও এবিষয়ে সরকার কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Justin Trudeau

নির্বাচনের আগেই পদত্যাগ? বড় ঘোষণা করলেন জাস্টিন ট্রুডো

Justin Trudeau Big Announcement on Resignation: পদত্যাগ চাইছিলেন সাংসদরা, বড় ঘোষণা করলেন জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী পদ ছাড়ছেন তিনি? জেনে নিন পদত্যাগের বিষয়ে কী বললেন জাস্টিন ট্রুডো?  

Advertisment

ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে কানাডার প্রধানমন্ত্রীর ওপর কেবল ভারতীয়রাই নয়, ক্ষুব্ধ কানাডার সাংসদরা। তারাও জাস্টিন ট্রুডোর পদত্যাগ দাবি করে  চলেছেন। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছিল ক্রমবর্ধমান চাপের কারণে আগামী নির্বাচনের আগে ট্রুডো পদত্যাগ করতে পারেন, কিন্তু এবার বড় ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী। ট্রুডোর এই ঘোষণার পর এখন সব ধরনের জল্পনার অবসান হয়েছে।

ল্যান্ডফল শেষেই অতি গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'দানা', বঙ্গে প্রবল দুর্যোগ আরও কতক্ষণ?

আসলে, জাস্টিন ট্রুডো কোনো অবস্থাতেই পদত্যাগ করতে চান না। এ কারণে তিনি ক্ষুব্ধ সাংসদদের সঙ্গে বৈঠক করছেন। বুধবার তিনি নিজ দলের বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন। ট্রুডো এমন এক সময়ে এই বৈঠক করেছেন যখন তার নিজের দলের ২৪ জন সাংসদ নির্বাচনের আগে তার পদত্যাগের দাবি জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন।

বৈঠকের পর ট্রুডো বলেন, 'আমি সবার সঙ্গে কথা বলছি।  আমরা একসঙ্গে আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাব'। হাউস  অফ কমন্সে আমার ১৫৩ জন লিবারেল পার্টির সদস্যের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমি চতুর্থবার নির্বাচনের জন্য প্রস্তুত।” তার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও চাপে হাসিনা! সন্ত্রাসযোগে নিষিদ্ধ ঘোষণা, আওয়ামী লীগ ছাত্র সংগঠন ছাত্রলীগের উপর শাস্তির খাঁড়া

কানাডায় নির্বাচন কবে?

আগামী বছর কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বছরের অক্টোবরে ফেডারেল নির্বাচন হতে পারে। গত বছর খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের জড়িত থাকার বিষয়ে জোরালো সওয়াল করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও এবিষয়ে সরকার কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এবিষয়ে সিনিয়র কূটনীতিক এবং হাই কমিশনার সঞ্জয় কুমার ভার্মা অটোয়ার অভিযোগকে "রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত" বলে বর্ণনা করেছেন। এই সপ্তাহের শুরুতে, ভারত কানাডা থেকে তার হাইকমিশনার এবং অন্যান্য কূটনীতিক এবং কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

Justin Trudeau
Advertisment