/indian-express-bangla/media/media_files/2024/10/25/bwCvNQTIkHp8hXhcbpra.jpg)
Cyclone Dana Updates: আছড়ে পড়েই তাণ্ডব ঘূর্ণিঝড় দানার। লণ্ডভণ্ড ওড়িশার উপকূলের বিস্তীর্ণ এলাকা। ব্যাপক প্রভাব এরাজ্যেও। জলমগ্ন শহর কলকাতাও। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
Cyclone Dana News Today Updates: পূর্বাভাস যেমন ছিল তেমনই হয়েছে। বৃহস্পতিবার রাতেই আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। গতকাল রাত ১১:৩০ টা থেকে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। দানার দাপটে লণ্ডভণ্ড পরিস্থিতি ওড়িশার ভিতরকণিকা, ধামারা, ভদ্রক-সহ বিস্তীর্ণ এলাকায়। উত্তাল পরিস্থিতি এই রাজ্যের উপকূলেও। তীব্র জলোচ্ছ্বাস দিঘা, মন্দারমণিতে। প্রবল জলোচ্ছ্বাস দেখা যায় বকখালি-ফ্রেজারগঞ্জেও। তবে শুক্রবার বেলা বাড়তেই স্বস্তি-বার্তা আবহাওয়া দফতরের।
আবহাওয়ার উন্নতি কবে?
আজ ভারী বৃষ্টি চলবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে বৃষ্টির দাপট। তবে আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে বৃষ্টি চলবে। আগামী ২৭ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৯-৩০ অক্টোবর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শহর কলকাতায় আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উল্লেখ্য, এই রাজ্যেও ব্যাপক প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় দানার। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টির দাপট চোখে পড়েছে। শুক্রবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে সকাল থেকেও প্রবল বৃষ্টি। আগামিকাল শনিবারেও একাধিক জেলায় দুর্যোগ চলবে।
আরও পড়ুন- Cyclone Dana: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'দানা', ল্যান্ডফল প্রক্রিয়া এখনও চলছে, দুর্যোগ আরও বাড়বে বঙ্গে?
আরও পড়ুন- Cyclone Dana Updates: ল্যান্ডফল শেষ হলেই ঘূর্ণিঝড় 'দানা' বাঁক নেবে কোন দিকে? স্পষ্ট করেছে মৌসম ভবন
শুক্রবার সকালে ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় দানা। তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টি শুক্রবার সকাল থেকেই। তুমুল বৃষ্টি কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায়। শুক্রবার দিনভর দফায়-দফায় দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দানার প্রভাবে বৃষ্টির দাপট থাকবে শনিবারেও।
-
Oct 25, 2024 17:52 IST
Cyclone Dana Live: বালেশ্বরের থেকে কলকাতায় বৃষ্টি বেশি দানার প্রভাবে
ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল ওড়িশাতে হলেও বেশি বৃষ্টি কলকাতা। দানা স্থলভাগের দিকে যত এগিয়েছে, ল্যান্ডফলের জায়গা ধামারা থেকে ৩৫০ কিলোমিটার দূরে কলকাতায় আরও বেশি বৃষ্টি হয়েছে। লাগাতার বৃষ্টিতে কলকাতার বহু অঞ্চল জলমগ্ন হয়ে আছে। কলকাতা পুরসভা যুদ্ধকালীন পরিস্থিতি পাম্প দিয়ে জল নামানোর চেষ্টা করছে।
-
Oct 25, 2024 15:30 IST
Cyclone Dana Live: 'দানা' কাড়ল মাথার ছাদ
Cyclone Dana Updates: ঘূর্ণিঝড় দানার দাপটে ভেঙে পড়েছে বাড়ি। ছবি-মীনা মণ্ডল। ঘূর্ণিঝড় দানার দাপটে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারে ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। আশ্রয়হীন বেশ কয়েকটি পরিবার।
শুক্রবার ভোর রাত থেকে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে একটানা বৃষ্টি শুরু এলাকায়। এরই জেরে মন্দিরবাজার বিধানসভার গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙে পড়ে। প্রতিবেশীদের বাড়িতে ঠাঁই মিলেছে গৃহহীনদের। -
Oct 25, 2024 14:21 IST
Cyclone Dana Live:গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্যমন্ত্রীর
ঘূর্ণিঝড় দানার দাপটে বাংলাতেও প্রবল দুর্যোগ। শুক্রবারের পর শনিবারেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতির পর্যালোচনায় আগামী ৪৮ ঘণ্টা SDRF-NDRF-এর কর্মীদের মোতায়েন রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
-
Oct 25, 2024 14:19 IST
Cyclone Dana Live: 'দানা' হানায় বাংলায় মৃত্যু
ঘূর্ণিঝড় দানার দাপটে বাংলায় মৃত্যু। একজনের মৃত্যুর খবর মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যাতে সাধারাণ মানুষ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পান সেব্যাপারেও নজরদারি রাখতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Oct 25, 2024 13:12 IST
Cyclone Dana Live: কলকাতার দিকে দিকে জল
ঘূর্ণিঝড় দানার প্রভাবে তুমুল বৃষ্টি কলকাতায়। একটানা বৃষ্টির জেরে জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, বউবাজার, ঠনঠনিয়া, বিধান সরণিতে। বিটি রোডের বিস্তীর্ণ প্রান্ত জলের তলায়। কোথাও হাঁটু কোথাও কোমর সমান জল জমেছে। জলমগ্ন হয়ে পড়েছে বেহালা, ঠাকুরপুকুরের বিভিন্ন এলাকা। ডায়মন্ড হারবার রোডে জল জমেছে। একটানা বৃষ্টিতে পরিস্থিতির ক্রমেই আরও বিপজ্জনক হয়ে উঠছে।
-
Oct 25, 2024 12:18 IST
Cyclone Dana Live: জলের তলায় কপিল মুনির আশ্রম চত্বর
ঘূর্ণিঝড় দানার ব্যাপক প্রভাব এরাজ্যেও। ঘূর্ণিঝড় দানার বড়সড় প্রভাব পড়েছে গঙ্গাসাগরে। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসে কপিলমুনির আশ্রম চত্বর জলমগ্ন হয়ে পড়েছে। কপিলমুনির আশ্রম চত্বর গোটাটাই জলমগ্ন হয়ে গিয়েছে। শুধু কপিলমুনির আশ্রমই নয়, লাগোয়া নিচু এলাকা গুলিতেও হু-হু করে জল ঢুকছে।
Cyclone Dana Updates: জলমগ্ন গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম চত্বর। ছবি-মীনা মণ্ডল। -
Oct 25, 2024 12:11 IST
Cyclone Dana Live:স্বাভাবিকের পথে রেল পরিষেবা
ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল লোকাল ট্রেনের চলাচল। শুক্রবার বেলা ১০টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা ছিল। তবে আবহাওযার পরিস্থিতির উন্নতি হওয়ায় তার কিছু আগেই শিয়ালদহ ডিভিশনে রেল পরিষেবা স্বাভাবিকের পথে।
-
Oct 25, 2024 11:11 IST
Cyclone Dana Live: শুনশান দিঘার সমুদ্র পাড়
ঘূর্ণিঝড় দানার দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর জেলা। দিঘার সমুদ্রে গতকাল থেকেই নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। সমুদ্র পাড়ে রীতিমতো ব্যারিকেড করে রেখেছে প্রশাসন। শুক্রবার সকালেও পূর্ব মেদিনীপুরের সৈকত নগরীতে তীব্র হাওয়া। উত্তাল সমুদ্রে এখনও নামা নিষেধ পর্যটকদের। সমুদ্র পাড় এক কথায় শুনশান।
Cyclone Dana Updates: শুক্রবার সকালে দিঘার সমুদ্র পাড়ের ছবি। -
Oct 25, 2024 11:07 IST
Cyclone Dana Live: ফুঁসছে দিঘার সমুদ্র
শুক্রবার সকালেও দিঘার সমুদ্র উত্তাল। বড়-বড় ঢেউ আছড়ে পড়ছে কিনারায়। সমুদ্র পাড়ে কড়া নজরদারি প্রশাসনের কর্মীদের। পর্যটকদের সমুদ্র পাড়ে যেতে নিষেধ করা হচ্ছে। তাও প্রশসানের কর্মীদের নজর এড়িয়ে সমুদ্র পাড়ে পর্যটকদের কয়েকজন। মোবাইল ক্যামেরায় বন্দি করছেন উত্তাল সমুদ্রের ছবি। দিঘার সমুদ্র পাড়ে হাওয়ার জোরালো দাপট রয়েছে।
Cyclone Dana Updates: শুক্রবার সকালে দিঘার সমুদ্রের ছবি। ছবি-দেবাঞ্জনা মাইতি। -
Oct 25, 2024 11:00 IST
Cyclone Dana Live: দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় দানার দাপটে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫০টিরও বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। সুন্দরবন এলাকায় দুটি বাঁধের ক্ষতি হয়েছে। সেচ দফতরের কর্মীরা বাঁধ মেরামতির কাজ করছেন। ৩০০টিরও বেশি কাঁচা বাড়ির ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে বলে আরও এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা বাড়ছে।
Cyclone Dana Updates: শুক্রবার সকালেও ফুঁসছে সমুদ্র। সমুদ্র পাড়ে স্থানীয়রা। ছবি-মীনা মণ্ডল। -
Oct 25, 2024 10:56 IST
Cyclone Dana Live: দানার ঝাপটায় ভাঙল বাড়ি
সুন্দরবনের বেশ কিছু এলাকায় ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি। মধ্য মণিরহাট এলাকায় আলিনুর মোল্লার কাঁচা বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। শুক্রবার সকালে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন পরিবারের সদস্যরা।
Cyclone Dana Updates: ঝড়ের দাপটে ভেঙে পড়েছে কাঁচা বড়ি। ছবি-মীনা মণ্ডল। -
Oct 25, 2024 10:19 IST
Cyclone Dana Live: লণ্ডভণ্ড সাগর, নামখানা,পাথরপ্রতিমা
ঘূর্ণিঝড় দানার প্রবল প্রভাব পড়েছে এই রাজ্যের উপকূলবর্তী জেলার বিভিন্ন অংশে। ঘূর্ণিঝড়ের দাপটে সুন্দরবনের সাগরদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা এলাকায় বহু গাছের ডাল ভেঙে পড়েছে। শুক্রবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় প্রশাসন। ব্যাপক জলোচ্ছ্বাস বকখালি, মৌসুনীর সমুদ্রে।
-
Oct 25, 2024 10:07 IST
Cyclone Dana Live: দানার ল্যান্ডফল শেষ
শেষ হল ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় দানা। আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী কয়েক ঘণ্টায় ধীরে ধীরে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে শুরু করবে দানা। তবে ঘূর্ণিঝড় দানার প্রভাবে শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় প্রবল ঝড়-বৃষ্টি চলবে।
-
Oct 25, 2024 09:52 IST
Cyclone Dana Live: 'দানা' ডানা ঝাপটানোয় লণ্ডভণ্ড ভদ্রক
ঘূর্ণিঝড় দানার দাপটে লণ্ডভণ্ড পরিস্থিতি ওড়িশার ভদ্রকে। দিকে-দিকে ভেঙে পড়েছে গাছ-বিদ্যুতের খুঁটি। শুক্রবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন ওড়িশা সরকারের বিভিন্ন দফতরের কর্মীরা। বহু জায়গায় বাড়ির উপরেও ভেঙে পড়েছে গাছ। প্রবল ঝড়-বৃষ্টি চলছে শুক্রবার সকাল থেকেও। তারই জেরে পরিস্থিতি স্বাভাবিক করার কাজেও বিঘ্ন আসছে।Cyclone Dana
ভদ্রকের বিভিন্ন এলাকায় গাছ-বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। -
Oct 25, 2024 09:36 IST
Cyclone Dana Live: এখন দানার অবস্থান কোথায়
বৃহস্পতিবার রাতে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মাঝে ল্যান্ডফল শুরু শক্তিশালী ঘূর্ণিঝড় দানার। ঘূর্ণিঝড়ের উপর নিবিড় পর্যবেক্ষণ আবহাওয়াবিদদের। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঘূর্ণিঝড়টি ওড়িশার ধামারা বন্দরের ৩০ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে ছিল।
-
Oct 25, 2024 09:34 IST
Cyclone Dana Live: সাতসকালে পুরীর সি বিচে পর্যটকেরা
বৃহস্পতিবার রাতে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামাররা মাঝে ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল শুরু। শুক্রবার সকালেও তার ব্যাপক প্রভাব ওড়িশায়। এদিন সকালে পুরীর সমুদ্র সৈকতে বেশ কিছু অত্যুৎসাহী পর্যটকের দেখা মিলেছে। সমুদ্রে নামার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা পুরী জেলা প্রশাসনের।
শুক্রবার সকালে পুরীর সমুদ্র সৈকতে পর্যটকেরা। -
Oct 25, 2024 09:28 IST
Cyclone Dana Live: দানার তাণ্ডব আর কতক্ষণ?
শুক্রবার সকালেও প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের দানার তীব্র তাণ্ডব চলছে ওড়িশার উপকূলে। ঘূর্ণিঝড় দানার ব্যাপক প্রভাব এরাজ্যেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ঘন্টাখানেক ধরে চলবে দানার ল্যান্ডফল প্রক্রিয়া। তারপরই শক্তিক্ষয় হতে শুরু করবে ঝড়ের।
-
Oct 25, 2024 09:25 IST
Cyclone Dana Live: শুক্রের সকালেও প্রবল গতিবেগ দানার
বৃহস্পতিবার রাতে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়েছে ওড়িশার উপকূলে। ভিতরকণিকা থেকে ধামারার বিস্তীর্ণ অংশে লণ্ডভণ্ড পরিস্থিতি। শুক্রবার সকালেও প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। তীব্র হাওযার দাপট চলছে ভদ্রকেও। এরাজ্যেও উপকূলবর্তী জেলাগুলিতে সকাল থেকে তুমুল বৃষ্টি, সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট।
-
Oct 25, 2024 09:21 IST
cyclone Dana Live: স্থলভাগে দানার 'লেজ'
শক্তিশালী ঘূর্ণিঝড় দানার লেজের অংশ স্থলভাগ ছুঁল। অর্থাৎ ঘূর্ণিঝড়ের শেষের অংশটিও স্থলভাগ ছুঁয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়ের এই শেষের অংশটি স্থলভাগে পুরোপুরি ঢুকে গেলে ল্যান্ডফল প্রক্রিয়াও শেষ হবে।