বহু প্রতীক্ষীত কর্তারপুর করিডর খুলছে আগামী ৯ নভেম্বর। ভারতীয় শিখ তীর্থযাত্রীদের জন্য কর্তারপুর করিডর খোলার কথা জানাল পাকিস্তান। গুরুনানকের ৫৫০তম জন্মবার্ষিকীর ৩ দিন আগে খোলা হচ্ছে কর্তারপুর করিডর। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ভারত-পাক সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের বিরোধিতা জানিয়ে বিশ্ব দরবারে সোচ্চার হয়েছে ইমরান খান সরকার। এই আবহেই কর্তারপুর করিডর খোলার সিদ্ধান্তের কথা জানাল পাকিস্তান।
এ প্রসঙ্গে প্রজেক্ট ডিরেক্টর আতিফ মাজিদ জানিয়েছেন, করিডরের ৮৬ শতাংশ কাজই সম্পূর্ণ হয়েছে। আগামী মাসের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তিনি আরও বলেন, ভারতীয় শিখ তীর্থযাত্রীদের জন্য প্রায় ৭৬টি অভিবাসন কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কর্তারপুরে দরবার সাহিবের সঙ্গে পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানক সৌধের সংযোগকারী এই করিডর। এখানে যেতে হলে ভারতীয় তীর্থযাত্রীদের কোনও ভিসা লাগবে না।
উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের তরফে ঘোষণা করা হয়েছিল যে, কর্তারপুর করিডরে সার্ভিস ফি হিসেবে ব্যক্তি পিছু ২০ ডলার নেওয়া হবে। যার বিরোধিতা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে তিনি জানান, বিষয়টি যেন দ্বিপাক্ষিক বৈঠকে দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।