কাঠুয়ায় ৮ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ ও খুনের মামলা জম্মু আদালত থেকে সরানো হবে কিনা তা দুপুর ২টোর পর জানা যাবে। জম্মু-র আদালত থেকে চণ্ডীগড়ে মামলা সরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শিশুর বাবা। যে মামলার শুনানি দুপুর ২টো নাগাদ হতে চলেছে দেশের শীর্ষ আদালতে। অন্যদিকে নিহত শিশুর পরিবারের আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেওয়ার মামলার শুনানিও হবে এদিন সুপ্রিম কোর্টে।
সংবাদসংস্থা এএনআইকে শিশুর পরিবারের আইনজীবী বলেন, যে তিনিও ধর্ষিত হতে পারেন। এমনকি তাঁকেও খুন করা হতে পারে। আদালতে তাঁকে কাজ করতে দেওয়া হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন দীপিকা সিং রাজাওয়াত। দীপিকাকে হিন্দু বিরোধী তকমা দিয়ে কার্যত একঘরে করা হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। তবে এসব সত্ত্বেও ৮ বছরের শিশুকন্যার পাশেই যে তিনি থাকবেন সে ব্যাপারে সাফ জানিয়েছেন দীপিকা।
আরও পড়ুন,কাঠুয়া ধর্ষণকাণ্ডে জম্মু-কাশ্মীর আদালতে মামলা শুরু হবে ধৃতদের বিরুদ্ধে
অন্যদিকে কাঠুয়ার জেলা দায়রা আদালতে শিশুকন্যাকে গণধর্ষণ ও খুনের ঘটনার শুনানি শুরু হয়েছে আজই। আদালতে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন ৮ অভিযুক্ত। অভিযুক্তরা নার্কো টেস্টের জন্যও প্রস্তুত বলে আদালতে জানিয়েছেন তাঁদের আইনজীবী। অন্যদিকে এ ঘটনায় ধৃত এক নাবালকের জামিনের আর্জির শুনানি আজ হওয়ার কথা।
আরও পড়ুন,মেয়ের কবরটা ওরা পুড়িয়ে দেবে কি না, সংশয়ে কাঠুয়া কন্যার মা
কাঠুয়ায় দেবস্থানে ৮ বছরের এক শিশুকন্যাকে আটকে রেখে গণধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসার পর থেকেই তোলপাড় হয়েছে গোটা দেশ। কাঠুয়ার ঘটনায় মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অভিযুক্তদের কাউকে রেয়াত করা হবে না বলে সাফ জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে সংবাদমাধ্যমে কাঠুয়ার ঘটনা জেনে সরব হয়েছে রাষ্ট্রসংঘও। কাঠুয়ার ঘটনাকে ‘ভয়ঙ্কর’ অ্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেজ। এ ঘটনায় অপরাধীদের শাস্তি দেওয়া হবে বলেও আশাপ্রকাশ করেছে রাষ্ট্রসংঘ।
আরও পড়ুন,কাঠুয়া ধর্ষণ ও হত্যা ঘটনায় অভিযুক্তরা শাস্তি পাবে, আশাবাদী রাষ্ট্রসংঘের প্রধান
এদিকে কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনায় সরব হয়েছেন নেটিজেনরাও। সোশ্যাল সাইটে এ নিয়ে প্রতিবাদে মুখর হয়েছেন সেলেবরাও।
আরও পড়ুন,কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনায় সরব নেটিজেনরা
কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে গত শনিবার কলকাতায় মিছিল করে কংগ্রেস ও তৃণমূল। কলকাতায় এ নিয়ে সই সংগ্রহও করা হয়।