Kazakhstan Plane Crash: যাত্রীবাহী বিমানটি ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনার কবলে পড়ে বলেই প্রাথমিক তদন্তে ইঙ্গিত। দুর্ঘটনার বিষয়ে এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Kazakhstan Plane Crash: বড়দিনে বিরাট দুঃসংবাদ ! ১১০ জন যাত্রীকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়ল আস্ত বিমান। কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে বিমানে মোট ১১০ জন ছিলেন, যার মধ্যে ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু মেম্বার ছিলেন।
আজারবাইজানের বাকু থেকে উড়ে বিমানটি রাশিয়ার চেচনিয়া যাচ্ছিল। তবে ঘন কুয়াশার কারণে বিমানটি রুট পরিবর্তন করে। কাজাখস্তানের আকতো বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিমানটি হঠাৎই করেই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে ৯৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলেই একাধিক আন্তর্জাতিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে। এই সংক্রান্ত একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার বিষয়ে আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি, রাশিয়াগামী বিমান দুর্ঘটনায় ৯৯ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন। বাকীদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমান দুর্ঘটনার হাড়হিম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
First video has appeared from the crash site of the Azerbaijan Airlines plane in Kazakhstan's Aktau.
The plane was traveling from Baku to Grozny, and reportedly requested emergency landing before the tragedy happened. pic.twitter.com/PTi1IWtz1w