Advertisment

'মদের লাইসেন্সের টাকা অন্যত্র খরচ, CBI দেখুক', মিথ্যা অভিযোগ বলে চেঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী

রাজ্যের আবগারি নীতির বিরুদ্ধে CBI তদন্তের সুপারিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Lieutenant Governor recommended CBI probe on Delhi Excise Policy

রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। 'মদের লাইসেন্স দেওয়ার নামে টাকা তুলে তা ভিন রাজ্যে ভোটের কাজে ব্যবহার করেছে কেজরিওয়ালের সরকার', বিস্ফোরক অভিযোগ বিনয় কুমার সাক্সেনার। এমনকী দিল্লির সরকারের আবগারি-নীতির বিরুদ্ধে সিবিআই তদন্তেরও সুপারিশ করেছেন তিনি।

Advertisment

অনিয়মের অভিযোগে সাক্সেনার নিশানায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। যদিও সিসোদিয়ার পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, "আমি সিসোদিয়াকে ২২ বছর ধরে চিনি। আমি তাঁর মতো সৎ বা এতটা দেশভক্ত কাউকে দেখিনি।"

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন ঘটনা নয়। এর আগেও করোনা মহামারী দিল্লিতে ব্যাপক আকার নেওয়ার সময়েও নানা ইস্যুতে কেজরিওয়াল সরকারের সঙ্গে সংঘাত তৈরি হয় লেফটেন্যান্ট গভর্নরের।

এবার দিল্লির সরকারের আবগারি নীতিতে পদ্ধতিগত ত্রুটির অভিযোগ তুলেছেন লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। ২০২১-২২ সালে দিল্লিতে মদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটির অভিযোগে CBI তদন্তেরও সুপারিশ করেছেন তিনি।

আরও পড়ুন- স্বাধীনতার ৭৫ বছর, সাড়া জাগানো ভাবনা মোদীর, ঘরে-ঘরে জাতীয় পতাকা তোলার আহ্বান

এই ত্রুটির পিছনে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে নিশানা করেছেন তিনি। লেফটেন্যান্ট গভর্নরের অভিযোগ, তাঁর অনুমোদন ছাড়াই লাইসেন্সধারীদের সুবিধা দিয়েছেন মণীশ। এমনকী মদের লাইসেন্স দিয়ে টাকা তুলে দিল্লির সরকার পঞ্জাবের বিধানসভা নির্বাচনের কাজে লাগিয়েছে বলেও অভিযোগ তাঁর।

আরও পড়ুন- দৈনিক সংক্রমণ আজও ২১ হাজার পার, উদ্বেগ চরমে তুলে দেশে করোনায় মৃত্যু-মিছিল

যদিও তাঁর সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাল্টা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকেই নিশানা করে কেজরিওয়াল বলেন, “মিথ্যা অভিযোগ করে আপনি কতদূর যেতে পারেন। আপনি সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করিয়েছেন। এখন সিসোদিয়াকে কারাগারে ভরতে চাইছেন। যিনি দিল্লিতে লক্ষ লক্ষ শিশুর কেরিয়ার এবং জীবন তৈরি করছেন।''

delhi Liquor Manish Sisodia Arvind Kejriwal Delhi government
Advertisment