Maha Kumbh 2025: ত্রিবেণী সঙ্গমে জনজোয়ার! অমৃত স্নানে অংশ নিলেন ৩.৫ কোটির বেশি ভক্ত। শুধু দেশই নয়, এশিয়া থেকে ইউরোপ বিশ্বের একাধিক দেশ থেকে ভক্তরা মহাকুম্ভ উপলক্ষ্যে প্রয়াগরাজে এসে জড়ো হয়েছেন। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতই। 'বিশ্বাসের ঢেউ' এতটাই তীব্র ছিল যে গতকাল গভীর রাত পর্যন্ত ৩.৫ কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেন। দ্বিতীয় অমৃত স্নান ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায়এবং তৃতীয় অমৃত স্নান ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে অনুষ্ঠিত হবে।
পৌষ পূর্ণিমায় (১৩ জানুয়ারি) প্রয়াগরাজে শুরু হওয়া ৪৫ দিনের মহাকুম্ভের তৃতীয় দিনেও ত্রিবেণী সঙ্গমে ভক্তদের ঢল অব্যাহত। প্রথম দু দিনে ৫ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নানে অংশ নেন। মঙ্গলবার, মকর সংক্রান্তি উপলক্ষে, ৩.৫ কোটিরও বেশি ভক্ত প্রথম অমৃত স্নানে পবিত্র স্নান করেন।মহাকুম্ভের প্রধান অমৃত স্নান উৎসব, মৌনী অমাবস্যার আয়োজনের প্রস্তুতিও জোরদার করা হবে বলেই প্রশাসন সূত্রে খবর। এই স্নান উৎসব হবে আগামী ২৯শে জানুয়ারি। এই স্নান উৎসবে সর্বাধিক সাত থেকে আট কোটি ভক্ত স্নান করবেন বলে অনুমান করা হচ্ছে। এই কারণে ২৭ জানুয়ারি থেকেই মেলা এলাকায় যানবাহন নিষিদ্ধ করা হবে।
মকর সংক্রান্তিতে পবিত্র স্নান করতে আসা ভক্তদের কাছে মঙ্গলবারের আবহাওয়া ছিল বেশ মনোরম। সেভাবে ঠান্ডার অনুভূতি হয়নি। আকাশ আংশিক মেঘলা ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় প্রায় চার ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল, ১৬ জানুয়ারি থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা বাতাসের প্রভাব বাড়বে, যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে যাবে। এমন পরিস্থিতিতে, মহাকুম্ভে আসা ভক্তদের প্রবল ঠান্ডা থেকে রক্ষা পেতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।