অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও নোভোভ্যাক্সের কোভোভ্যাক্স-এর পর এবার রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V) তৈরি করতে চেয়ে ড্রাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (DCGI)-এর কাছে আবেদন করল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
সূত্রের খবর, টিকা তৈরির আগে পরীক্ষা ও পর্যবেক্ষণের অনুমতি চেয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে আবেদনপত্র পাঠিয়েছে আদর পুনাওয়াল্লার সংস্থা সেরাম। বর্তমানে রাশিয়ার গামালেয়া বিশ্ববিদ্যালয়ের তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনটি ভারতে তৈরি করছে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি।
আরও পড়ুন, ‘প্রধানমন্ত্রীর পদটিকে সম্মান করুন’, বাংলার মুখ্যমন্ত্রীকে ‘খোঁচা’ আসামের মুখ্যমন্ত্রীর
কোভিশিল্ডের পাশাপাশি নোভোভ্যাক্স ভ্যাকসিন উৎপাদন করছে পুনের এই সংস্থা। তবে এখনও এই টিকা ব্যবহারেরভ ছাড়পত্র মেলেনি। তবে জুন থেকে প্রতিমাসে ১০ কোটি ভ্যাকসিন প্রস্তুত করার লক্ষ্যমাত্রা রেখেছে সেরাম। আগামী দিনে কোভিশিল্ডের উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়বে বলেই জানান হয়েছে।
আরও পড়ুন, কোভিডের দুটি ডোজ নেওয়ার পরও আক্রান্ত ২ হাজারেরও বেশি পুলিশ
কেন্দ্রীয় সূত্রের খবর, আগস্ট থেকে ভারতের বাজারে পাওয়া যাবে রাশিতার ভ্যাকসিন। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ৬ ভারতীয় সংস্থা এই ভ্যাকসিন উৎপাদন করতে পারবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই রাশিয়া থেকে ভারতে প্রায় ৩০ লক্ষ স্পুটনিক ভ্যাকসিনের ডোজ ভারতে এসেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন