জইশ-এ মহম্মদ জঙ্গিগোষ্ঠীর অপারেশনাল কমান্ডার মুফতি ইয়াসির নিহত। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ক’দিন আগে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার ত্রালে ৪ জঙ্গিকে নিকেশ করেছে সেনা। নিহত ওই ৪ জঙ্গির মধ্যে একজন মাসুদ আজহার ঘনিষ্ঠ মুফতি ইয়াসির বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, পাকিস্তানে জইশ-এ মহম্মদের পার্সোনাল সিকিউরিটি অফিসার ইয়াসির। ত্রালে ইয়াসিরের মৃত্যুর খবর ট্যুইট করে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ডিজিপি।
মাসুদ আজহার ঘনিষ্ঠ ইয়াসিরের মৃত্যুর খবরে স্বভাবতই স্বস্তিতে জম্মু-কাশ্মীর পুলিশ। ইয়াসিরকে নিকেশ করা যে নিঃসন্দেহে বড় সাফল্য, তা এদিন জানিয়েছেন কাশ্মীরের আইজি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন যে, ইয়াসির জইশের বড়সড় কমান্ডার ছিল। একইসঙ্গে ইয়াসির জইশ-এ মহম্মদের গুরুত্বপূর্ণ সদস্য ছিল বলেও জানান আইজি।
আরও পড়ুন, ফের জম্মু-কাশ্মীরে গুলির লড়াই, নিহত জওয়ান এবং স্থানীয় বাসিন্দা
গত মঙ্গলবার ত্রালে গুলির লড়াইয়ে ৪ জঙ্গি, এক সেনা জওয়ান ও এক পুলিশকর্মী নিহত হন। নিহত ৪ জঙ্গির মধ্যে ২ জন স্থানীয় এলাকাতেই থাকত। পুলওয়ামা জেলায় জইশ-এ মহম্মদ ঘাঁটি গেড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলওয়ামার পাশাপাশি, অনন্তনাগ, বুদগামেও জইশ জঙ্গিরা রয়েছে বলে দাবি পুলিশের।
আরও পড়ুন, কাঠুয়া ধর্ষণ ও হত্যা ঘটনায় অভিযুক্তরা শাস্তি পাবে, আশাবাদী রাষ্ট্রসংঘের প্রধান
এ বছরের মার্চ মাসে দক্ষিণ কাশ্মীরে গুলির লড়াইয়ে নিহত হয়েছিল জইশ-এ মহম্মদের আরেক শীর্ষ কমান্ডার মুফতি ওয়াকাস। মাসুদ আজহারের আত্মীয়সহ ৩ জন জঙ্গিও নিহত হয়েছিল। উপত্যকায় বেশ কয়েকটি বড় হামলার পিছনে ওয়াকাস ও নূর ত্রালির হাত ছিল বলে জানা গেছে।
আরও পড়ুন, কাঠুয়াকাণ্ড: নারী সুরক্ষা নিয়ে মোদিকে পরামর্শ আইএমএফ প্রধানের
অন্যদিকে গত বছরের জুন মাস থেকে এখনও পর্যন্ত ভূ-স্বর্গে তাদের ৩৭ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে জঙ্গিদলের মুখপাত্র আল কালাম।