Merchant Navy Officer Murdered Brutally By Wife: মার্চেন্ট নেভির অফিসারকে টুকরো করে কেটে ড্রামে ভর্তি, ধৃত স্ত্রী-প্রেমিক

Meerut Murder Case Details And Updates: রোমহর্ষক এই খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জেরায় ধৃতরা যা জানিয়েছে তা শুনে তাজ্জব দুঁদে পুলিশ কর্তারাও।

Meerut Murder Case Details And Updates: রোমহর্ষক এই খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জেরায় ধৃতরা যা জানিয়েছে তা শুনে তাজ্জব দুঁদে পুলিশ কর্তারাও।

author-image
IE Bangla Web Desk
New Update
Meerut Murder: Wife Accused of killing her husband and hiding his chopped body in a cement-filled drum, মীরটে মার্চেন্ট নেভির অফিসারকে খুন

Horrifying Details Of Meerut Murder Case: মীরটে রোমহর্ষক খুনের তদন্তে পুলিশ।

Merchant Navy Officer Murder case: গা শিউরে ওঠার মতো ঘটনা! প্রেমিককে নিয়ে মার্চেন্ট নেভি অফিসার স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। খুনের পর স্বামীর দেহ টুকরো টুকরো করে কেটে একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সেই ড্রামের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোমহর্ষক এই খুনের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরটে। তদন্ত নেমে পুলিশ নিহতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে। গায়ে কাঁটা দেওয়ার মতো এই ঘটনার নেপথ্যে পরকীয়ার তত্ত্ব রয়েছে বলে ধারণা পুলিশের।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত সৌরভ রাজপুত নামে ওই ব্যক্তি পেশায় মার্চেন্ট নেভির অফিসার ছিলেন। ২০১৬ সালে তিনি মুস্কান রাস্তোগীকে বিয়ে করেছিলেন। তবে সৌরভের বাইরে-বাইরে চাকরি হওয়ার জেরে স্ত্রীর সঙ্গে বেশি সময় দিতে পারতেন না। সেই কারণেই একটা সময় চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। যদিও মোটা বেতনের সেই চাকরি আচমকা ছেড়ে দেওয়া নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সৌরভের মতভেদ তৈরি হয়। পরিবারে অশান্তির জেরে একটা সময় স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে দেন সৌরভ।

অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন স্বামী-স্ত্রী। ২০১৯ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। বিপত্তিটা শুরু হয় তারপর থেকেই। নিহত সৌরভ রাজপুতের বন্ধু সাহিলের সঙ্গে তাঁর স্ত্রীর একটি সম্পর্ক গড়ে উঠেছিল বলে আঁচ করেন সৌরভ। এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। ক্রমেই সেই অশান্তি বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতিও তৈরি করেছিল। যদিও শেষমেষ সেটি ঘটেনি।

আরও পড়ুন- Ramnath Goenka Awards : এমার্জেন্সিতেও মাথা নোয়ায়নি 'ইন্ডিয়ান এক্সপ্রেস', রামনাথ গোয়েঙ্কা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাহবা রাষ্ট্রপতির

Advertisment

এরপর ২০২৩ সালে আবারও পুরনো চাকরি মার্চেন্ট নেভিতে যোগদান করেন সৌরভ রাজপুত। এরপর অবশ্য আর দেশে থাকা হয়নি তাঁর। কাজের সূত্রেই বিদেশে চলে যান তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মেয়ের জন্মদিন উপলক্ষে ছুটি নিয়ে বাড়িতে ফিরেছিলেন সৌরভ। ততদিনে তাঁরই বন্ধু সাহিলের সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক আরও গাঢ় হয়েছিল।

পুলিশের দফায় দফায় জেরায় নৃশংস এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিয়েছে সৌরভের স্ত্রী ও তার প্রেমিক। তাদেরই দেওয়া বয়ান অনুযায়ী পুলিশ জেনেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌরভ বাড়ি ফেরার পরেই তাকে খুনের পরিকল্পনা করেন দু'জনে। গত ৪ মার্চ সৌরভের খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল ঘুমের ওষুধ। এরপর সৌরভ ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়তেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তার স্ত্রীর প্রেমিক সাহিল।

আরও পড়ুন- Dog Head in Momos Factory: মোমো তৈরির কারখানার মিলল মরা কুকুরের টাটকা কাটা মাথা! তল্লাশি চালাতেই চোখ কপালে আধিকারিকদের

নৃশংস ওই কাণ্ড ঘটানোর পর মার্চেন্ট নেভি অফিসারের দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে একটি ড্রামে ভরে ফেলা হয়। পরে সেই ড্রামের মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেন ধৃতরা। এদিকে, খুনের ঘটনা ধামাচাপা দিতে এরপর মানালি চলে যান সৌরভের স্ত্রী ও তার প্রেমিক। অন্যদিকে, সৌরভের সঙ্গে বেশ কয়েকদিন কথা না হওয়ায় তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। এরপর পুলিশের দ্বারস্থ হয় সৌরভের পরিবার। 

পুলিশ ঘটনার তদন্তে নেমে নিহতের স্ত্রী মুসকানকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। দফায় দফায় জিজ্ঞাসাবাদে শেষমেষ ভেঙে পড়ে মুসকান। তারই দেওয়া বয়ানের ভিত্তিতে ডেকে পাঠানো হয় নিহতের বন্ধু তথা তার প্রেমিক সাহিলকেও। পুলিশি জিজ্ঞাসাবাদে এরপর দু'জনেই ভেঙে পড়ে নৃশংস হত্যাকাণ্ডের কথা কবুল করে নেয়। যে ড্রামে সৌরভের দেহ ভরে ফেলে সিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল পরে সেটিও উদ্ধার করে পুলিশ। দু'জনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ফাঁসির সাজার দাবি তুলেছেন নিহত সৌরভ রাজপুতের পরিবার।

police delhi Merchant Navy Officer Murder uttar pradesh