মহিলাদের সম্পর্কে নানান মন্তব্য করে এর আগে বিতর্ক বাড়িয়েছেন আরেসএস প্রধান মোহন ভগবত। এবার তাঁর মুখেই নারী ক্ষমতায়নের কথা। মোহন ভগবতের কথায়, নারীর হয়ে পুরুষদের কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। উল্টে নারীদের বিভিন্ন কাজে সহযোগিতা করা উচিত পুরুষদের।
'নারী ক্ষমতায়ন' নিয়ে আলোচনায় এক স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলেন ভগবত। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানেই, আরএসএস প্রধান বলেন, 'নারীর হয়ে পুরষদের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পুরষরা যেন কখনওই মনে না করেন যে তাদের বুদ্ধি নারীদের থেকে বেশি। নারীদের নিজেদের হয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে।' এরপরই নারীদের মাল্টি টাস্কার সম্বোধন করে তাঁর সংযোজন, 'আমরা ভুলে যাই যে মহিলারা মাল্টি টাস্কার। যারা সংসার সামলায় তারা সব কিছুই ভালভাবে সামলাতে পারেন।' তাঁর মতে, 'প্রকৃতি পুরষদের শক্ত কাজ করার শক্তি দিয়েছে, কিন্তু তারা মহিলাদের মতো কাজ পরিচালনা করতে পারেন না।'
আরও পড়ুন: কলকাতা মেট্রোর নয়া ফরমান: যাত্রী স্বাগত, কিন্তু ভারী ব্যাগ দূর হঠো
২০১৩ সালে ইন্দরে এক সভায় এই ভগবতই স্বামী স্ত্রীর সম্পর্ককে 'চুক্তি' বলে বিতর্ক বাড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, 'বিবাহ হল স্বামী স্ত্রীর মধ্যে একটি চুক্তি। যেখানে স্বামীর তরফে বলা হয়ে থাকে, তার পরিবারকে দেখতে হবে স্ত্রীকে। বদলে তার ভরন পোষণের দায়িত্ব নেবে স্বামী। এই শর্ত স্ত্রী যতক্ষণ মেনে নেবেন ততক্ষণই স্বামী তার সঙ্গে থাকবে।'
আরও পড়ুন: বিশ্বাসঘাতকতার অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তের জোরালো সম্ভাবনা
মহিলাদের সম্পর্কে হঠাৎ কেন তাঁর চিন্তার বদল? সম্প্রতি রাজস্থানে আরএসএসের সমন্বয় বৈঠকে মহিলাদের প্রতি গুরুত্ব আরোপের সিদ্ধান্ত হয়। বিশেষ করে আদিবাসী মহিলাদের ক্ষমতায়নের জন্য সংগঠন বেশি করে কাজ করবে।iylsj
অনুষ্ঠানে উপস্থিত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, 'সমাজের সর্বক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ছে। সংরক্ষণ করে উপকার মিলেছে। কিন্তু, কেউ যেন বলার সুযোগ না পান যে মহিলা বলে বিশেষ সুবিধার ভিত্তিতে নির্দিষ্ট পদে রয়েছেন কেউ'।
Read the full story in English