পুনেতে রংবাজি; হোলিতে বেলুন ছুড়ে আটক ৮৪

রংয়ের দিনে রংবাজি করে এবং রং-রুটে গাড়ি চালিয়ে আটক হলেন ১২৪ জন। পুনের স্থানীয় থানায় আটক অভিযুক্তেরা। এই ধরনের ঘটনায় একই শহরে এতজনের আটক হওয়ার ঘটনা দেশে এই প্রথম।

রংয়ের দিনে রংবাজি করে এবং রং-রুটে গাড়ি চালিয়ে আটক হলেন ১২৪ জন। পুনের স্থানীয় থানায় আটক অভিযুক্তেরা। এই ধরনের ঘটনায় একই শহরে এতজনের আটক হওয়ার ঘটনা দেশে এই প্রথম।

author-image
IE Bangla Web Desk
New Update
রংবাজিতে আটক । ছবি সৌজন্যে- গেটি ইমেজ।

রংবাজিতে আটক । ছবি সৌজন্যে- গেটি ইমেজ।

খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? কিন্তু সেই রং দিতে গিয়েই পুনেতে আটক হয়ে গেলেন ৮৪ জন। জোর করে মহিলাদের গায়ে রঙ লাগানো ও রঙের বেলুন ছোড়ার অপরাধে তাঁদের আটক করে ওয়াকাড় থানার পুলিশ। এবছর হোলির আগেই পুনে ও পিম্পড়ি পুলিশের বিচার বিভাগ জল-রঙ বেলুন খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে।

আরো পড়ুন:একদিনেই রগড়ে তুলবেন না সমস্ত রং, বলছেন ডাক্তারবাবু

Advertisment

ওয়াকাড় পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর সতীশ মানে বলেন, "হোলি উপলক্ষ্যে আমাদের বিশেষ বাহিনী দুর্বৃত্তদের উপর নজর রেখেছিল, যারা জোর করে মহিলাদের রঙ লাগিয়েছে এবং নিষেধ থাকা সত্ত্বেও রঙ বেলুন ছুড়েছে, তাদের সবাইকেই আটক করা হয়েছে।" বোম্বে পুলিশ অ্যাক্টের ৬৮ ধারা অনুযায়ী পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

আরো পড়ুন:‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’, বলছে গুগল

পুনের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে কমপক্ষে ১৮৪ জনের এবং রাস্তায় ভুল দিক দিয়ে গাড়ি চালানোর অপরাধে ৪০ জনের নামে কেস নথিভুক্ত হয়েছে হোলির দিন।

উল্লেখ্য, দোলে বেলুন রং ছুড়ে এতজনের আটক হওয়ার ঘটনা দেশে এই প্রথম।

Read this story in English

police India pune