/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/surgical-strike-759.jpg)
প্রতীকী ছবি।
Cow Smuggling:রাতের অন্ধকারে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে BSF ক্যাম্পে হামলা বাংলাদেশী দুষ্কৃতীদের। পাল্টা জবাব দেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও। বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশের পঞ্চগড়ের বাসিন্দা আনোয়ার হক। জলপাইগুড়ি জেলার বেরুবাড়ির কাছে এই ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়ায়। বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে এই বিষয়টি নিয়ে তুমুল প্রতিবাদ জানায় বিএসএফ। পরে মৃতদেহ বিজিবির হাতে তুলে দিয়েছে বিএসএফ।
নৈরাজ্যের বাংলাদেশে দিকে দিকে আক্রান্ত হিন্দুরা। বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অশান্তি। হিন্দু মহল্লায় আতঙ্কের ছাপ স্পষ্ট। ফি দিন হিন্দু পাড়ায় চলছে আক্রমণ, লুঠপাট। মৌলবাদীদের হুমকিতে প্রাণভয়ে সিঁটিয়ে সে দেশের সংখ্যালঘু সমাজ। বাংলাদেশে এই অস্থিরতার সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে একদল দুষ্কৃতী। তবে বাংলাদেশে এই অস্থির আবহের পরপরই ভারতে সীমান্ত বরাবর নজরদারি বাড়ানো হয়েছে।
এবার জলপাইগুড়ির বেরুবাড়ির কাছে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বিএসএফ শিবিরে হামলা চালালো বাংলাদেশী দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিএসএফের এক জওয়ান। বিএসএফ-এর দাবি, কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে এসে বিএসএফ-এর ক্যাম্পে পাচারকারীদের এমনভাবে হামলা চালানোর ঘটনা বেশ বিরল।
আরও পড়ুন- North Sikkim: পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল
আরও পড়ুন- Digha: শেষের পথে দিঘার জগন্নাথ মন্দিরের কাজ, দিন কয়েকেই যেতে পারেন মুখ্যমন্ত্রী
এমনিতেই বাংলাদেশের এই অস্থির আবহের সুযোগ নিয়ে সেদেশে পাক গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয়তা বাড়াচ্ছে বলে বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের আশঙ্কাও বহু গুণে বেড়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ। এছাড়াও মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনায় বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ।