Advertisment

West Bengal News Highlights: রাজ্যসভার ভোটে প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের, জহরের ইস্তফায় ফাঁকা হয় আসন

West Bengal News Highlights 7 Dec, 2024: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ আপডেট

News in West Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Latest West Bengal News Highlights:গত প্রায় এক বছর ধরে একাধিক ইস্যুতে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজভবনে পা রাখবেন না বলে জানিয়েছিলেন। রাজ্যপালও রাজ্যের বিরুদ্ধে একের পর এক তোপ দেখে সোচ্চার হচ্ছিলেন। এই পরিস্থিতিতে এতদিনে শেষমেষ রাজ্য ও রাজ্যপালের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। রাজ্যের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক বছর ধরে যে সংঘাত চলছিল, তা এবার শেষ বলেই মনে করছে শিক্ষামহলের একাংশ। রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম চূড়ান্ত। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নামের তালিকাতেই সই করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)।

Advertisment

এদিকে, আরজি কর (RG Kar) কাণ্ডের আগে পর্যন্ত তৃণমূলের মুখপাত্র হিসেবে শান্তনু সেন গুরুত্বপূর্ণ একটি নাম ছিল। তবে পরিস্থিতির আমূল বদল ঘটে আরজিকর কাণ্ডের পর। দলের বিরুদ্ধে রীতিমতো তোপ দেখে একের পর এক মন্তব্য করেন তৃণমূলের এই চিকিৎসক নেতা। যার জেরে শান্তনুর ওপর বেজায় চটে যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শান্তনুকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে বাদ যাওয়ার তোড়জোড় শুরু হতে থাকে। কিছুদিন আগেই শান্তনুকে সরানোর জন্য সুপারিশ করেছিলেন মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা: সুদীপ্ত রায়। তাঁর সুপারিশেই শেষ পর্যন্ত সিলমোহর দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। রাজ্য মেডিকেল কাউন্সিলের সরকার মনোনীত প্রতিনিধির পথ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে।

অন্যদিকে, শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের উপর অকথ্য অত্যাচার শুরু হয়। কট্টরবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ জুড়ে। দিকে দিকে হামলা-ভাঙচুর চলছে হিন্দু মহল্লায়। বাংলাদেশের এই পরিস্থিতিতে ঘোর উদ্বেগে ওপার বাংলার বিশিষ্টদের একাংশ। মহম্মদ ইউনুসের (Muhamad Yunus) আমলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-অধ্যাপকদের পদত্যাগ চলছেই। মূলত সরকারের ওপর ক্ষোভের বসেই পদ ছাড়ছেন একের পর এক অধ্যাপক, শিক্ষক,শিক্ষিকারা। এবার পদত্যাগ করলেন বাংলাদেশের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। তিনি ছাড়াও আরও চার আধিকারিক পদ ছেড়েছেন। যদিও পদত্যাগপত্রে বয়সজনিত অসুস্থতার কথা উল্লেখ করেছেন উপাচার্য সেন। দিন কয়েক আগেই তাঁর অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছিল ইসলামী ছাত্র শিবির।

  • Dec 07, 2024 16:19 IST
    West Bengal News Live:মৃত্যু তিন রয়্যাল বেঙ্গল শাবকের

    শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে তিন রয়্যাল বেঙ্গল শাবকের মর্মান্তিক মৃত্যু। জানা গিয়েছিল, শাবক তিনটির মায়ের ভুলের কারণেই তাদের এমন মৃত্যু। পশুরা সাধারণত তাদের সদ্যোজাত সন্তানদের মুখে চেপে অন্যত্র সরায়। এক্ষেত্রেও তাই হয়েছিল। শাবক তিনটিকে মা অন্যত্র সরাতে গিয়ে ভুলবশত তাদের ঘাড়ের কাছে কামড় বসিয়েছিল। সম্ভবত সেই কারণেই শাবক তিনটির মৃত্যু বলে মনে করছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।

    বিস্তারিত পড়ুন- Siliguri Bengal Safari Park: ঘাড়ে কামড়, বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু তিন রয়্যাল বেঙ্গল শাবকের



  • Dec 07, 2024 14:25 IST
    West Bengal News Live:রাজ্যসভার ভোটে প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের

    এবার রাজ্যসভার ফাঁকা আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। জহর সরকারের ইস্তফা দেওয়ায় রাজ্যসভায় তৃণমূলের একটি পদ ফাঁকা হয়। এবার সেই পদেই নির্বাচন হবে। রাজ্যসভায় জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল। 



  • Dec 07, 2024 14:15 IST
    West Bengal News Live:কালীঘাট স্কাইওয়াক চালু কবে?

    সব কিছু ঠিকঠাক চললে আগামী এক মাসের মধ্যে চালু হয়ে যাচ্ছে কালীঘাট স্কাইওয়াক। নতুন বছরে কলকাতা শহরের নাগরিকদের নতুন উপহার দিতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে কালীঘাট স্কাইওয়াক চালু হয়ে যেতে পারে বলে তিনিও আশা করছেন। কালীঘাট স্কাইওয়াক চালু হলে সেখানে যে মার্কেট তৈরি হবে সেখানেই বৈধ হকারদের পুনর্বাসনের বন্দোবস্ত করবে কলকাতা পুরসভা।

    বিস্তারিত পড়ুন- Kalighat Skywalk: জোরদার তৎপরতায় এগোচ্ছে কাজ, সামনের মাসেই চালু কালীঘাট স্কাইওয়াক?



  • Dec 07, 2024 13:40 IST
    West Bengal News Live:মোদীর হস্তক্ষেপ দাবি

    বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি নিয়ে বিরাট উদ্বেগ প্রকাশ অবসর বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি।


    বিস্তারিত পড়ুন- Bangladesh Unrest: মৌলবাদী বর্বরতায় বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি অবসরপ্রাপ্ত বিচারপতির



  • Dec 07, 2024 13:26 IST
    West Bengal News Live: 'লক্ষ্য শুধুমাত্র মুসলিম ভোটব্যাঙ্ক'...!

    'লক্ষ্য শুধুমাত্র মুসলিম  ভোটব্যাঙ্ক'...! বাংলাদেশ ইস্যুতে চুপ কেন? রাহুলকে নিশানা মায়াবতীর হিন্দুদের উপর লাগাতার আক্রমণের ঘটনায় কংগ্রেসকে  নিশানা করে গর্জে উঠলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। 



  • Dec 07, 2024 12:39 IST
    West Bengal News Live: জিহাদিদের উৎসাহিত করছে ইউনূস সরকার?

    শুক্রবার ঢাকার রাস্তায় কট্টরপন্থী মৌলবাদী সংগঠনের সদস্যদের ঢাকার রাস্তায় প্রকাশ্যে আইএসআইএসের পতাকা হাতে নিয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা গিয়েছে। পুলিশের ভূমিকা সেখানে নীরব দর্শক।



  • Dec 07, 2024 12:38 IST
    West Bengal News Live: ঢাকা সফরে ভারতের বিদেশ সচিব

    বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে আগামী সপ্তাহে ঢাকা সফর করবেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 



  • Dec 07, 2024 12:37 IST
    West Bengal News Live: ভারতের জাতীয় পতাকাকে অসম্মান, বাংলাদেশি বয়কটের ডাক

    বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার বেড়েছে। ক্রমবর্ধমান নৃশংসতার বিরুদ্ধে ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। অসমের বরাক  ভ্যালি হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিককে হোটেলে থাকতে দেওয়া হবে না এবং কোনোভাবেই তাদের কোনরকমের সাহায্য করা হবে না।



  • Dec 07, 2024 12:12 IST
    West Bengal News Live:আদিবাসী তরুণীর রহস্যমৃত্যু

    তিন দিন ধরে নিখোঁজ ছিলেন আদিবাসী ওই তরুণী। এবার তাঁর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা সন্দেশখালিতে। ন্যাজাটের কালীনগরের ঘটিহারা এলাকার ঘটনা। তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে ধর্ষণ হয়েছে কিনা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।



  • Dec 07, 2024 11:35 IST
    West Bengal News Live:ফের ISKCON-এর মন্দিরে হামলা

    বাংলাদেশে ফের ইসকনের মন্দিরে হামলার অভিযেগা কট্টারবাদীদের বিরুদ্ধে। ঢাকায় রাধা-কৃষ্ণের মন্দিরে ঢুকে হামলা চালায় একদল দুষ্কৃতী, এমনই অভিযোগ কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। এক্স হ্যান্ডলে রাধা-কৃষ্ণের ভাঙা মূর্তির একটি ছবি পোস্ট করে এই মন্তব্য করেছেন রাধারমন দাস।



  • Dec 07, 2024 11:21 IST
    West Bengal News Live:বনগাঁয় লাইনে ফাটল

    শনিবার সাতসকালে বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বনগাঁ স্টেশনের আগেই রেললাইনের কিছুটা অংশে ফাটল দেখতে পাওয়া যায়। বিষয়টি নজরে আসার পর পরই আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কাজের দিনে বেরিয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।



  • Dec 07, 2024 10:57 IST
    West Bengal News Live:BSF ক্যাম্পে হামলা বাংলাদেশি দুষ্কৃতীদের

    রাতের অন্ধকারে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে BSF ক্যাম্পে হামলা বাংলাদেশী দুষ্কৃতীদের। পাল্টা জবাব দেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও। বিএসএফ-এর গুলিতে নিহত বাংলাদেশের পঞ্চগড়ের বাসিন্দা আনোয়ার হক। জলপাইগুড়ি জেলার বেরুবাড়ির কাছে এই ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়ায়। বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে এই বিষয়টি নিয়ে তুমুল প্রতিবাদ জানায় বিএসএফ। পরে মৃতদেহ বিজিবির হাতে তুলে দিয়েছে বিএসএফ।

    বিস্তারিত পড়ুন- Cow Smuggling: সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে BSF ক্যাম্পে হামলা বাংলাদেশি দুষ্কৃতীদের, পাল্টা জবাবে নিহত পাচারকারী



  • Dec 07, 2024 10:02 IST
    West Bengal News Live:শেষের পথে দিঘার জগন্নাথ মন্দিরের কাজ

    দিঘায় (Digha) শেষের পথে জগন্নাথ মন্দির (Jagannath Temple) তৈরির কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সৈকত শহর দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। সেই মন্দির তৈরির কাজ এখন শেষের পথে বলা চলে। মন্দিরের চূড়া তৈরির কাজ প্রায় অন্তিম পর্যায়ে রয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করতে চলতি ডিসেম্বর মাসেই দিঘায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি ডিসেম্বর মাসের ১০ তারিখ দিঘায় আসতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী আসার খবর প্রশাসনিক মহলে চর্চিত হচ্ছে। ১১ ডিসেম্বর দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করতে পারেন তিনি। এই মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিডকো সহ জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। 

    বিস্তারিত পড়ুন- Digha: শেষের পথে দিঘার জগন্নাথ মন্দিরের কাজ, দিন কয়েকেই যেতে পারেন মুখ্যমন্ত্রী



  • Dec 07, 2024 10:01 IST
    West Bengal News Live:বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

    রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ রয়েছে। তবে এরই মাঝে তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: পারদ নামছে, বাড়ছে ঠান্ডার আমেজ, এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?



  • Dec 07, 2024 08:50 IST
    West Bengal News Live:চলছে চলচ্চিত্র উৎসব

    কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ চতুর্থ দিন। এই মুহূর্তে তিলোত্তমা মহানগরীতে ভিড় তারকাদের। বাংলার শিল্পীরা তো রয়েছেনই, সেই সঙ্গে কলকাতায় ভিড় বহু বলিউড তারকারও।



  • Dec 07, 2024 08:49 IST
    West Bengal News Live:জেল থেকে ছাড়া পেতে পারেন 'কালীঘাটের কাকু'

    ইডির মামলায় গতকালই জামিন পেয়েছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। কলকাতা হাইকোর্ট থাকে জামিন পেয়েছেন তিনি। তবে গতকালই তার নামে 'প্রোডাকশন ওয়ারেন্ট' চেয়ে নিম্ন আদালতে নতুন করে আবেদন করেছে সিবিআই। এই পরিস্থিতিতে কালীঘাটের কাকুর জেল মুক্তি নিয়ে খানিকটা ধন্দ তৈরি হয়েছে। ৯ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে 'কালীঘাটের কাকু' জেল থেকে জামিনে জেল থেকে ছাড়া পান কিনা সেটাই দেখার। 



Bangladesh Crisis Bangladesh Bangla News news of west bengal news in west bengal Bengali News Today
Advertisment