সাতসকালে বিধ্বংসী আগুন লাগল নভি মুম্বইয়ের ওএনজিসি প্ল্যান্টে। মঙ্গলবার সকালে উরান এলাকায় ওএনজিসি প্ল্যান্টে এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। দমকলের দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্ল্যান্ট সংলগ্ন ২ কিমি এলাকা ঘিরে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই প্ল্যান্টের মধ্যে কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুন: চিদাম্বরমের অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানি মঙ্গলবার
আরও পড়ুন: চাপে রয়েছেন কুলভূষণ, কূটনীতিকের সঙ্গে সাক্ষাতের পর জানাল ভারত
এ ঘটনা প্রসঙ্গে নভি মুম্বইয়ের পুলিশ কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন, ‘‘অগ্নিকাণ্ডে সিআইএসএফ ফায়ার কন্ট্রোল ইউনিট টিমের ৩ সদস্য ও ওএনজিসি-র এক কর্মীর মৃত্যু হয়েছে’’। দু'ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চালায় দমকল। আগুন লাগার খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় ওএনজিসি-র ফায়ার সার্ভিসেস টিম, একথা জানিয়েছে ওএনজিসি।
Read the full story in English