New Delhi Railway Station Stampede Updates: নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় নিহতদের ১০ লক্ষ, আহতদের আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলের।
শনিবার রাতে প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার সময় নয়া দিল্লি স্টেশনে বিপুল ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনায় ১০ মহিলা, ৩ জন শিশু সহ মোট ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। আহতদের দ্রুত চিকিৎসার জন্য এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
নয়াদিল্লি রেল স্টেশনে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, "নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি" ।
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি এক্স-এ এক পোস্টে লিখেছেন, "নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
এদিকে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় কেন্দ্রকে এবার নিশানা করলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা নয়া দিল্লির দুর্ঘটনার ঘটনায় মোদী সরকারকে নিশানা করে বলেন, "নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় বহু মানুষের মৃত্যু এবং বহু আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক এবং বিরক্তিকর... এই ঘটনা আবারও রেলের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতাকে তুলে ধরে। প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তের যাওয়ার কথা বিবেচনা করে স্টেশনে আরও ভালো ব্যবস্থা করা উচিত ছিল..."।