West Bengal News Highlights: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কাউন্সিলরের বাড়ির সামনে ধরনা মহিলার

West Bengal News Highlights Today 16 Feb, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West Bengal Live: নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছেন ওই মহিলা

News in West Bengal Live: নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছেন ওই মহিলা

Latest West Bengal News Highlights: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং সম্পর্কে ছেড়ে বেরিয়ে আসার অভিযোগ বনগাঁর নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের বাড়ির সামনে বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের অভিযোগে ধরনা দিলেন এক মহিলা। বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাস অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছেন ওই মহিলা। 

Advertisment

স্কুল ছাত্রীকে যৌন হেনস্থা করেন শিক্ষক। অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় নির্যাতিতা। পুলিশের হাত থেকে বাঁচতে মহা কুম্ভে পালান ওই শিক্ষক। গা-ঢাকা দিতে সাধুর বেশ ধারণ করে বসেছিলেন। কিন্তু পুলিশও কম যায় না। সাধু-সন্ন্যাসী সেজেই অভিযুক্ত শিক্ষককে ধরল পুলিশ। ভোপালের ওই শিক্ষককে রিমান্ডে নিয়ে আসছে পুলিশ।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্য বিজেপির অন্দরেই দ্বন্দ্ব। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চাকরির জন্য যাঁরা সুপারিশ করেছিলেন তাঁদের নামের তালিকা তৈরি করেছে CBI। সেই তালিকায় নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, যা নিয়ে দলের মধ্যেই টানাপোড়েন চরমে। বিজেপি নেতাকে মানহানির নোটিস ধরালেন দিব্যেন্দুর আইনজীবী। বিবাদ চরমে উঠতেই জগন্নাথের পোস্ট উধাও।

সপ্তাহ ঘুরতেই আবহাওয়ার ম্যাজিক বদল, জেলায় জেলায় বৃষ্টির দাপট বাংলা জুড়ে

Advertisment

মহাকুম্ভের পথে ফের ভয়াবহ দুর্ঘটনা। নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। আহত হয়েছেন আরও ২৫ জন। গোটা ঘটনায় ইতিমধ্যে কেন্দ্র উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ মোদী-শাহের। প্রচারের বেশি জোর দেওয়া হলেও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী সরকার। নয়া দিল্লি রেলস্টেশনে পদপিষ্টের  জেরে ১৮ জনের মৃত্যুর ঘটনার গর্জে উঠলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। পাশাপাশি তিনি বলেন, 'এই ঘটনা যেমন মর্মান্তিক তেমন গতকালের দুর্ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে মোদী সরকার সাধারণ মানুষের ন্যুনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। মহাকুম্ভে প্রচারে বেশ জোর দেওয়া হলেও উপেক্ষিত থেকে গিয়েছে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি'।  

'চোখের সামনে এত মৃত্যু, রাতের খাবারও খেতে পারিনি'... ! মর্মান্তিক পরিণতিতে বুক কেঁপে উঠবে

উপচে পড়া ভিড়, মহাকুম্ভে যাওয়ার পথে বিরাট বিপর্যয়, নয়া দিল্লি স্টেশনে মৃত্যুমিছিল

  • Feb 16, 2025 18:33 IST

    West Bengal News Live: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কাউন্সিলরের বাড়ির সামনে ধরনা মহিলার

    বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং সম্পর্কে ছেড়ে বেরিয়ে আসার অভিযোগে বনগাঁর নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের বাড়ির সামনে বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের অভিযোগে ধরনা দিলেন এক মহিলা। বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাস অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছেন ওই মহিলা। 



  • Feb 16, 2025 17:36 IST

    West Bengal News Live: ছাত্রীকে যৌন হেনস্থা করে সাধু হয়ে কুম্ভে গা-ঢাকা, সন্ন্যাসী সেজেই শিক্ষককে ধরল পুলিশ

    স্কুল ছাত্রীকে যৌন হেনস্থা করেন শিক্ষক। অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় নির্যাতিতা। পুলিশের হাত থেকে বাঁচতে মহা কুম্ভে পালান ওই শিক্ষক। গা-ঢাকা দিতে সাধুর বেশ ধারণ করে বসেছিলেন। কিন্তু পুলিশও কম যায় না। সাধু-সন্ন্যাসী সেজেই অভিযুক্ত শিক্ষককে ধরল পুলিশ। ভোপালের ওই শিক্ষককে রিমান্ডে নিয়ে আসছে পুলিশ।



  • Feb 16, 2025 16:58 IST

    West Bengal News Live: CBI চার্জশিটে নাম দিব্যেন্দুর, পোস্ট করে পাল্টা খোঁচা জগন্নাথের, বিজেপিতে কোন্দল চরমে

    শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্য বিজেপির অন্দরেই দ্বন্দ্ব। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চাকরির জন্য যাঁরা সুপারিশ করেছিলেন তাঁদের নামের তালিকা তৈরি করেছে CBI। সেই তালিকায় নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, যা নিয়ে দলের মধ্যেই টানাপোড়েন চরমে। বিজেপি নেতাকে মানহানির নোটিস ধরালেন দিব্যেন্দুর আইনজীবী। বিবাদ চরমে উঠতেই জগন্নাথের পোস্ট উধাও।



  • Feb 16, 2025 16:00 IST

    West Bengal News Live: ১১৬ জন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরালো আমেরিকা

    প্রথমে ১০৪, তারপর ১১৬ এবং এখন ১৫৭... ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমান আজ অমৃতসরে অবতরণ করবে। 

    আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অ্যাকশনে ট্রাম্প।  শনিবার রাত ১১.৩০ মিনিটে মার্কিন বিমান বাহিনীর বিমান অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। সেই বিমানে ফেরত পাঠানো হয় ১১৬ জন ভারতীয় অভিবাসীকে। বিমানটিতে পাঞ্জাব থেকে ৬৫ জন, হরিয়ানা থেকে ৩৩ জন, গুজরাট থেকে ৮ জন, উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র এবং রাজস্থান থেকে ২ জন করে এবং হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর থেকে ১ জন করে যাত্রী ছিলেন।

    এবারও আগের মতই ভারতীয় অভিবাসীদের হাতকড়া এবং শিকল পরিয়ে আনা হয়। যদিও বিমান থেকে নামার আগে সেগুলি খুলে ফেলা হয়। মহিলা এবং শিশুদের হাতকড়া পরানো হয়নি, বরং সমস্ত পুরুষ অভিবাসীদের হাতকড়া ও শিকল পরানো হয় বলেই জানা গিয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তৃতীয় ব্যাচে ১৫৭ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে অমৃতসরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। 



  • Feb 16, 2025 15:40 IST

    West Bengal News Live: ইঁদুর মারার বিদ্যুতের তারে মৃত্যু কিশোরের

    ধান জমিতে ইঁদুর মারতে দেওয়া বিদ্যুতের তারে বিদুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো বছর ৬০ বাসুদেব নস্করের। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার জালাবেড়িয়া গ্রামে।পরিবারের অভিযোগ ভোরের বেলায় ধান জমিতে গিয়েছিলেন বাসুদেব বাবু সেখানে ধানজমিতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি, সকালে গ্রামের মানুষ জন তাকে ধান ক্ষেতে মধ্যে পড়ে রয়েছেন তাকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 



  • Feb 16, 2025 14:39 IST

    West Bengal News Live: কুলতলিতে অস্ত্র উদ্ধার

    আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার পুলিশ দেউলবাড়ী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া বেশ কয়েকজন দুষ্কৃতীর মধ্যে দুজনকে আগ্নেয়অস্ত্র সহ গ্রেফতার করে। উদ্ধার আগেয়েঅস্ত্র, কার্তুজ ও ধারালো অস্ত্র। ধৃত মহাদেব তাঁতি, ও আবু শোনা মোল্লা। ধৃত দুই ব্যাক্তি কুলতলী থানা এলাকার বাসিন্দা, ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।



  • Feb 16, 2025 11:13 IST

    West Bengal News Live: 'প্রতি ঘন্টায় ১৫০০ টিকিট বিক্রি', পদপিষ্টের ঘটনায় রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন

    'প্রতি ঘন্টায় ১৫০০ টিকিট বিক্রি'। নয়া দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় সামনে এল রেলের চরম গাফিলতি। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে শনিবার সন্ধ্যায় নয়াদিল্লি স্টেশনে, বিশেষ করে ১৪ এবং ১৫নং প্ল্যাটফর্মে, মাত্রারিক্তি ভিড় ছিল, যার ফলেই ঘটে পদপিষ্টের ঘটনা। শনিবার রাতে নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে তিন শিশু সহ ১৮ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি রেল স্টেশনের ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে, যেখানে প্রয়াগরাজের উদ্দেশ্যে ট্রেনে ওঠার জন্য লোকজন ভিড় করেছিল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশী সাংবাদিকদের বলেন যে, দিল্লির লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে ১৮ জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল, যার মধ্যে তিনজন শিশু।



  • Feb 16, 2025 11:00 IST

    West Bengal News Live: ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধারে গ্রেফতার ৫

    রাজ্যে ফের অস্ত্রভান্ডারের হদিশ, কলকাতা থেকে ক্যানিং, কোন পথে পাচার? তদন্তে STF

    ক্যানিংয়ের জীবনতলায় উদ্ধার ১৯০ রাউন্ড কার্তুজ। একই সঙ্গে উদ্ধার 7MM পিস্তল, কার্তুজ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৫। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালাবাজারের নাকের ডগায় বৈধ কার্তুজের দোকান থেকেই বিপুল পরিমাণ কার্তুজ দুষ্কৃতীদের হাতে পৌঁছে গিয়েছে। বৈধ দোকান থেকে কীভাবে অবৈধ ভাবে এত বিপুল পরিমাণ কার্তুজ বিক্রি করা হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে এসটিএফের গোয়েন্দারা। ধৃতদের মধ্যে একজন ওই দোকানের কর্মী বলেই জানা গিয়েছে। সিল করে দেওয়া হয়েছে দোকানটি। দোকানের বাকি কর্মীদেরও সন্দেহের উর্ধে রাখছেন না STF গোয়েন্দারা। কার্তুজ কাণ্ডে আজ সকালেই বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। 



  • Feb 16, 2025 09:59 IST

    West Bengal News Live: মোদীর সঙ্গে বৈঠকের আগেই ইউনূসের সঙ্গে আলোচনা মাস্কের, ফাঁস বিরাট সিক্রেট

    টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের মাঝে তাঁর সঙ্গে দেখা করেন। মোদী-মাস্ক বৈঠকের ঠিক আগেই ইলন মাস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। বৈঠকে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি জারি করে বলে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেশের গ্রামীণ সম্প্রদায়, মহিলা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে সংযোগের ক্ষেত্রে বিপ্লব আনতে পারে। পাশাপাশি উচ্চ-গতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল বৈষম্য কীভাবে দূর করতে পারে তা নিয়েও আলোচনা হয়। ইউনূস মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন। 



  • Feb 16, 2025 09:16 IST

    West Bengal News Live: পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

    নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি এক্স-এ এক পোস্টে লিখেছেন, "নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"



  • Feb 16, 2025 09:16 IST

    West Bengal News Live: পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় কেন্দ্রকে এবার নিশানা করলেন রাহুল

    নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায়  কেন্দ্রকে এবার নিশানা করলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা নয়া দিল্লির দুর্ঘটনার ঘটনায় মোদী সরকারকে নিশানা করে বলেন, "নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় বহু মানুষের মৃত্যু এবং বহু আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক এবং  বিরক্তিকর... এই ঘটনা আবারও রেলের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতাকে তুলে ধরে। প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তের যাওয়ার কথা বিবেচনা করে স্টেশনে আরও ভালো ব্যবস্থা করা উচিত ছিল..."।



  • Feb 16, 2025 09:15 IST

    West Bengal News Live: শোক প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

    নয়াদিল্লি রেল স্টেশনে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, "নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি" 



  • Feb 16, 2025 09:14 IST

    West Bengal News Live: নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ক্ষতিপূরণের ঘোষণা রেলের

    নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় নিহতদের ১০ লক্ষ, আহতদের আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলের। শনিবার রাতে প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার সময় নয়া দিল্লি স্টেশনে বিপুল ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনায় ১০  মহিলা, ৩ জন শিশু সহ মোট ১৮ জন নিহত হয়েছেন। 



West Bengal news of west bengal