দেশের নয়া মানচিত্র প্রকাশ করা হল। ভারতের নতুন ম্যাপে ২৮টি অঙ্গরাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার পর শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশের নয়া রাজনৈতিক মানচিত্র প্রকাশ করা হল। উল্লেখ্য, দু’দিন আগেই আনুষ্ঠানিকভাবে জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ৫ অগাস্ট ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল মোদী সরকার।
আরও পড়ুন: পেগাসাস হানা: সেপ্টেম্বরে কেন্দ্রকে ১২১ জন আক্রান্তের কথা বলেছিল হোয়াটসঅ্যাপ
একনজরে ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল...
* আন্দামান ও নিকোবর
* চণ্ডীগড়
* দমন ও দিউ
* দাদর ও নগর হাভেলি
* দিল্লি
* জম্মু-কাশ্মীর
* লাদাখ
* লাক্ষাদ্বীপ
* পুদুচেরী
ভারতের নয়া রাজনৈতিক ম্যাপ।
আরও পড়ুন: দিল্লিতে জারি জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা, ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ স্কুল
একনজরে দেশের ২৮টি রাজ্য...
* অন্ধ্রপ্রদেশ
* অরুণাচল প্রদেশ
* আসাম
* বিহার
* ছত্তীসগড়
* গোয়া
* গুজরাত
* হরিয়ানা
* হিমাচল প্রদেশ
* ঝাড়খণ্ড
* কর্ণাটক
* কেরালা
* মধ্যপ্রদেশ
* মহারাষ্ট্র
* মণিপুর
* মেঘালয়
* মিজোরাম
* নাগাল্যান্ড
* ওড়িশা
* পাঞ্জাব
* রাজস্থান
* সিকিম
* তামিলনাড়ু
* তেলঙ্গানা
* ত্রিপুরা
* উত্তর প্রদেশ
* উত্তরাখণ্ড
* পশ্চিমবঙ্গ
Read the full story in English