ফাঁসি ঠেকাতে নাগাড়ে চেষ্টা করে চলেছে নির্ভয়ার দোষীরা। রাত পোহালেই ফাঁসি। তার আগে একেবারে শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী পবন গুপ্তা। নিজের বয়স সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল পবন। যদিও আগেই পবনের এই আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট।
আরও পড়ুন: ‘এই নাও আজাদি’, গুলি চালাতে চালাতে হুঙ্কার জামিয়ার বন্দুকবাজের
অপরাধের সময় পবন নাবালক ছিল বলে দাবি করেন তার আইনজীবী। গত ২০ জানুয়ারি এই আর্জি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। অপরাধের সময় তার মক্কেলের বয়স ১৬ বছর ২ মাস ছিল বলে আগে আদালতে দাবি করেছিলেন পবন গুপ্তার আইনজীবী।
আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডে অক্ষয় ঠাকুরের কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
এদিকে, ২০১২ সালে দিল্লি গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত অক্ষয় ঠাকুরের কিউরেটিভ পিটিশনের আর্জিও খারিজ করেছে সুপ্রিম কোর্ট।এর আগে, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায় মুকেশ। যদিও সে আর্জি খারিজ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই প্রেক্ষিতে আর্জি খারিজের প্রশ্ন তুলে রিভিউ পিটিশন দায়ের করে মুকেশ। যাও নাকচ হয়ে যায়। প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসির দিন ঠিক করা হলেও নতুন করে নির্দেশিকা জারি করে চলতি বছরের ১ ফেব্রুয়ারি কার্যকর করা হয়েছে এই মৃত্যুদণ্ড। ২০১২ সালে দিল্লি গণধর্ষণকাণ্ডের দোষীরা হল পবন গুপ্তা, মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিং।
Read the full story in English