যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত সুইডিশ অ্যাকাডেমির এক সদস্যের স্বামী। আর এ ঘটনার জেরেই শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর কখনও এমন ঘটনা ঘটেনি।
আরও পড়ুন, গুগলের মতই বিশ্বকোষ ছিলেন নারদও, দাবি গুজরাতের মুখ্যমন্ত্রীর
সুইডিশ অ্যাকাডেমির প্রাক্তন সদস্য ক্যাটারিনা ! ফ্রস্টেনসনের স্বামী ফরাসি ফোটোগ্রাফার জাঁ ক্লদ আর্নল্টের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ১৮ জন মহিলা। অভিযোগ, এই হেনস্থার ঘটনা যেখানে ঘটে, সে জায়গাটি সুইডিশ অ্যাকাডেমিরই সম্পত্তি। গত সপ্তাহে একটি সংবাদপত্র তিনজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে অভিযোগ আনে, ২০০৬ সালে অভিযুক্ত ফোটোগ্রাফার রাজপরিবারের এক সদস্যার গায়েও হাত দিয়েছেন। জাঁ ক্লদ আর্নল্ট সে অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন। এ নিয়ে রাজপরিবারের বয়ান পাওয়া যায়নি। তবে মি টু ক্যাম্পেনে সমর্থন জানিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন, সাংগ্রেং—বাংলাদেশের সাগরপারের আদি রাখাইন উৎসব
আর্নল্টের স্ত্রী সুইডিশ অ্যাকাডেমির সদস্য ক্যাটারিনাকে অ্যাকাডেমি থেকে সরানোর প্রতিবাদে যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন কমিটির প্রধান সারা ড্যানিয়াসও।
তবে সুইডিশ অ্যাকাডেমির সদস্যরা সাংগঠনিকভাবে পদত্যাগ করতে পারেন না। তাঁদের আজীবনের জন্য মনোনীত করা হয়।
আরও পড়ুন, ৬ বঙ্গসন্তানের ক্যারিশমায় লিমকা বুক অফ রেকর্ডসে নাম লেখাল টিভিএসের বাইক
নোবেল সাহিত্য পুরস্কার প্রদান নিয়ে শেষ পর্যন্ত কী হবে, সে নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ১১ জন সদস্য। বৃহস্পতিবার এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।