Advertisment

Kanpur Horror: আরজি কর কাণ্ডের ছায়া যোগীরাজ্যে, নাইট ডিউটিতে ধর্ষণের শিকার নার্স, উত্তাল পরিস্থিতি

Kanpur Horror: নার্সিং ছাত্রীকে হাসপাতালের আধিকারিক ধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ এফআইআর দায়েরের পর গ্রেফতার করেছে অভিযুক্তকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Nursing Student raped in Kanpur: কানপুরে নার্সিং ছাত্রীকে ধর্ষণ হাসপাতালের আধিকারিকের

Nursing Student raped in Kanpur: কানপুরে নার্সিং ছাত্রীকে ধর্ষণ হাসপাতালের আধিকারিকের

Kanpur Horror: আরজি কর কাণ্ডের ছায়া এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে। কালপুরে এক বেসরকারি হাসপাতালের নার্সের সঙ্গে পাশবিক নির্যাতনের ঘটনা সামনে এসেছে। সোমবার নার্সিং ছাত্রীকে হাসপাতালের আধিকারিক ধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ এফআইআর দায়েরের পর গ্রেফতার করেছে অভিযুক্তকে।

Advertisment

জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী নার্সিং কলেজে জেএনএম দ্বিতীয় বর্ষের ছাত্রী। নিজের দাদুর কাছে থাকতেন তিনি। গত ২ মাস ধরে পানকি রোড থানার কাছে অবস্থিত ওই বেসরকারি হাসপাতালে ট্রেনিং নিচ্ছিলেন তিনি। রবিবার রাতে তাঁর হাসপাতালে নাইট ডিউটি ছিল। ভোর চারটে নাগাদ ঘুম পেয়ে যাওয়ায় হাসপাতালের রেস্ট রুমে তিনি শুয়ে পড়েন। এরই মধ্যে শিবরাজপুর নিবাসী হাসপাতালের কর্ণধার ইমতিয়াজ সেখানে পৌঁছন। ছাত্রীকে একলা পেয়ে ইমতিয়াজ রেস্ট রুমের সিসি ক্যামেরা বন্ধ করে তরুণীকে ধর্ষণ করেন।

সোমবার কল্যাণপুরের পুলিশ আধিকারিক সুধীর কুমার জানিয়েছেন, এদিন সকালে কল্যাণপুর থানায় এসে নির্যাতিতা অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার বয়ান অনুযায়ী ধর্ষণের মামলা রুজু করে পুলিশ। এরপর পুলিশ ইমতিয়াজকে গ্রেফতার করে। 

আরও পড়ুন ভরা বাজারে ভয়ঙ্কর গ্রেনেড হামলা, আহত ১২, নিন্দায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

পুলিশ জানিয়েছে, এলাকায় নিজের পরিচয় গোপন রাখতেন ইমতিয়াজ। নিজেকে সিটু বলে পরিচয় দিতেন। তাঁর আচরণ সন্দেহজনক ছিল বলে জানিয়েছেন পাড়া-পড়শিরা। 

আরও পড়ুন বিরাট বড় দুর্ঘটনা! খাদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস, মৃত্যুমিছিল, হাহাকার....!

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযোগ, থানায় এসে নির্যাতিতার সঙ্গে সমঝোতা করে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে অভিযুক্ত। পুলিশের বিরুদ্ধেও অনেক সময় পরে অভিযুক্তের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করার অভিযোগ উঠেছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

RG Kar Case rape uttar pradesh Kanpur
Advertisment