/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/garden.jpg)
ওড়িশার এক সরকারি দফতরের বাগানের মালী। নাম উধব বেহেরা। সম্প্রতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে গ্রেফতার করা হল বেহেরাকে। উধবের বাড়িতে তল্লাশি করে পাওয়া গিয়েছে ১ কোটি টাকার সম্পত্তি।
আরও পড়ুন, সিএএ প্রতিবাদ: হিজাব, টুপি পরে গির্জায় ‘ঐক্যের’ ক্যারল গাইল কেরালা
ওড়িশার বালাসোর জেলার ময়ূরভঞ্জে হর্টিকালচার বিভাগের অ্যাসিস্টেন্ট ডিরেক্টরের দফতরে বাগান মালী হিসেবে কাজ করতেন উধব। তার নিজের বাসভবনের পাশাপাশি আত্মীয়দের বাসভবনেও তল্লাশি চালিয়েছে প্রশাসন।
আরও পড়ুন, পুষ্পস্তবকে পাক নাগরিকদের অভ্যর্থনা বিজেপির
এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক জানিয়েছেন, "আমাদের দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা তল্লাশি চালিয়ে একটা তিন তলা বাড়ি, বড়মপাড়া জেলায় ১২ কাটা জমি, পোলট্রি ফার্ম, বাইক এবং ব্যাঙ্কের জমানো কিছু টাকা উদ্ধার করেছে। এ ছাড়া কিছু সোনার গয়না এবং নগদ দেড় লক্ষ টাকা, দামি আসবাবও উদ্ধার করা হয়েছে"।
সমগ্র ঘটনায় আপাতত তদন্ত চলছে।