শনিবারই ছিনতাইবাজদের শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর ভাইঝি দময়ন্তী মোদী। সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লির পুলিশ কমিশনার (সেন্ট্রাল) জানিয়েছেন, শনিবার রাতেই দিল্লির সনিপথ এলাকা থেকে ছিনতাইকারী ননীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি নথি ও নগদ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ছিনতাইকাণ্ডে ধৃত ননী কিশোর বয়সেই তিনবার ধরা পড়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরেক অভিযুক্তের সন্ধানে তল্লাশি জারি রয়েছে।
আরও পড়ুন: জাতীয়তাবাদ বলতেই সবাই হিটলারকে ভাবেন, কিন্তু ভারতে এর অর্থ ভিন্ন: মোহন ভাগবত
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইঝির ব্যাগ ছিনতাই করা হয়, অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। শনিবার সকালে নয়া দিল্লির সিভিল লাইন্স এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে দুই বাইক আরোহী চম্পট দেয় বলে অভিযোগ। ৪০ বছর বয়সী ওই মহিলা পুলিশের কাছে মোদীর ভাইঝি ময়ন্তী মোদী বলে পরিচয় দেন।
আরও পড়ুন: গ্রাহকদের চিন্তামুক্ত করতে ‘ফ্রি কল’ দিচ্ছে রিলায়েন্স জিও
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে অটোয় করে যাচ্ছিলেন ওই মহিলা। তখনই স্কুটারে করে ২ জন আরোহী এসে তাঁর কোলের উপর রাখা ব্যাগ ছিনতাই করে পালায়। ওই ব্যাগে মহিলার ক্রেডিট ও ডেবিট কার্ড, ২টি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিল।
Read the full story in English