Advertisment

53 Drugs Failed Quality Test : কোয়ালিটি টেস্টে ব্যর্থ, প্রশ্নের মুখে প্যান ডি,প্যারাসিটামল সহ ৫৩ ওষুধ

53 Drugs Failed Quality Test : প্যারাসিটামলসহ ৫৩টি ওষুধ মান পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। এই ৫৩ টি ওষুধকে 'নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি' (NSQ) হিসাবে ঘোষণা করেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Paracetamol among 53 drugs to fail quality test

প্যারাসিটামল, প্যান-ডি সহ ৫৩ ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ! জারি সতর্কতা

53 Drugs Failed Quality Test : আরজি কর আবহে দুর্নীতি ইস্যুতে বারে বারে উঠে এসেছে ওষুধের গুণমানের প্রশ্ন। এমনকী এই ধরণের ওষুধ প্রয়োগে অনক ক্ষেত্রে ঘটছে মৃত্যুর ঘটনাও এমনই মত চিকিৎসকদের একাংশের। এর মাঝেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। জ্বর, সুগার এবং হাই ব্লাড প্রেসার সহ ৫৩টি ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। অ্যান্টাসিড প্যান ডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট শেলক্যাল, অ্যান্টি ডায়বেটিক ওষুধ গ্লিমপিরাইড, উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টেন এবং আরও বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে।

Advertisment

ঘাটাল মাস্টারপ্ল্যানে সবুজ সংকেত নেহরুর, রূপায়নে 'ব্যর্থ' মোদীও, পূরণ হবে মমতার আশ্বাস?

প্যারাসিটামলসহ ৫৩টি ওষুধের মান পরীক্ষায় ব্যর্থ! সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) সর্বশেষ ড্রাগ সতর্কতা জারি করেছে।প্যারাসিটামলসহ ৫৩টি ওষুধ মান পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। এই ৫৩ টি ওষুধকে 'নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি' (NSQ) হিসাবে ঘোষণা করেছে। যেসব ওষুধের গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হয়নি সেগুলোর মধ্যে রয়েছে অ্যান্টাসিড প্যান ডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট শেলক্যাল, অ্যান্টি ডায়বেটিক ওষুধ গ্লিমপিরাইড, উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টেন।

মিটতে চলেছে সীমান্ত সংঘাত? ভারতের কাছে মাথানত করল 'ড্রাগনের' দেশ

এই ওষুধগুলি Hetero Drugs, Alkem Laboratories, Hindustan Antibiotics Limited, Karnataka Antibiotics and Pharmaceuticals Limited, Meg Lifesciences এবং Pure and Cure Healthcare-এর মতো কোম্পানি তৈরি করে। পেটের সংক্রমণ ঠেকাতে বহুল ব্যবহৃত ওষুধ  মেট্রোনিডাজলও মান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই ওষুধটি PSU কোম্পানি হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড তৈরি করে। 
মান পরীক্ষায় ব্যর্থ ওষুধের দুটি তালিকা প্রকাশ করেছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। প্রথম তালিকায় ৪৮ টি জনপ্রিয় ওষুধের নাম রয়েছে। একই সঙ্গে দ্বিতীয় তালিকায় ৫টি ওষুধের নাম রয়েছে। এখন দেখার বিষয় এসব কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।

Drugs
Advertisment