Advertisment

Cyclone Dana Updates-Digha: ঘূর্ণিঝড়ের রুদ্র রূপ দিঘায় থেকেই দেখবেন, আজব বায়না পর্যটকদের! সমুদ্রের দিকে যেতেই...

Cyclone Dana News Updates: বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র।

author-image
IE Bangla Web Desk
New Update
windy cyclone,cyclone dana update live tracker,dana cyclone update today live,Heavy Rainfall,Cyclone Dana,Severe Cyclone, cyclone dana landfall place,dana cyclone live tracking,cancelled train list due to cyclone dana,cyclone dana update,cyclone dana landfall,cyclone dana news,IMD Kolkata,cyclone dana,IMD, cyclone dana live, দানা, ঘূর্ণিঝড়, cyclone dana speed,Bengal Weather Forecast,Digha,Tourists,ঘূর্ণিঝড় দানা, দানা, দিঘা

ধেয়ে আসছে দানা। উত্তাল দিঘার সমুদ্র।

Cyclone Dana Updates-Digha: প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আজ রাত থেকে শুক্রবার ভোরের মধ্যেই আছড়ে পড়বে ওড়িশার উপকূলে। শক্তিশালী ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়তে পারে এরাজ্যও। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সমুদ্র নগরী দিঘায়। দিঘা ছাড়তে বলা হচ্ছে পর্যটকদের। যাঁরা রয়েছেন, তাঁদের সমুদ্রের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। তবুও কিছু 'বেয়ারা' পর্যটকদের অবাক আবদারে হিমশিম খাচ্ছেন প্রশাসনের কর্মীরা।

Advertisment

দিঘায় প্রশাসনের তরফে আগেই পর্যটকদের সতর্ক করে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। এই পরিস্থিতিতে দিঘার সমুদ্র পাড় বিপজ্জনক বলে সতর্ক করা হচ্ছে। আজ বিকেল থেকেই দিঘার সমুদ্র ঢেউয়ের উচ্চতা ২ মিটার পর্যন্ত উঠে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বহু পর্যটক হোটেল ছেড়ে বাড়ির পথ ধরেছেন। কিন্তু অত্যুৎসাহী পর্যটকদের একাংশ এখনও দিঘার হোটেল আঁকড়ে বসে রয়েছেন। 

তাঁদের অদ্ভুত আবদার! দিঘায় থেকেই ঝড় দেখবেন তাঁরা। কয়েকজন তো বৃহস্পতিবার বেলা বাড়তেই সমুদ্রের ধারে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে শেষমেষ প্রশাসনের কর্মীদের কড়া নজরদারিতে তাঁদের আটকানো গিয়েছে।

আরও পড়ুন- Cyclone Dana News Live Updates: অসীম শক্তিতে এগোচ্ছে দানা, শেষ মুহূর্তে ল্যান্ডফলের জায়গা বদল? জানুন টাটকা আপডেট

আরও পড়ুন- Cyclone Dana Update: রাক্ষুসে শক্তিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা! বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব?

আরও পড়ুন- Cyclone Dana Update: আমফানের থেকেও ভয়ানক শক্তিধর দানা? ঘূর্ণিঝড়ের তীব্রতা নিয়ে কী বলল আবহাওয়া দফতর?

আজ সকালের দিকে সমুদ্র পাড়ের কয়েকটি দোকান খোলা হলেও পরে প্রশাসনের কর্মীরা তা বন্ধ করে দেন। এই মুহূর্তে দিঘার সমুদ্র উত্তাল। প্রশাসনের তরফে বারবার দিঘার সৈকত এলাকা জুড়ে চলছে মাইকিং। একই পরিস্থিতি মন্দারমণি, তাজপুর, শংকরপুরেও।

Digha Digha Tourism Tourists in Digha Cyclone Dana Updates Cyclone Dana
Advertisment