scorecardresearch

ফের বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল আলজেরিয়া সেনাবাহিনীর বিমান

ফের বিমান দুর্ঘটনা, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল আলজেরিয়া সেনাবাহিনীর বিমান।

algeria plane crash
ভেঙে পড়ল আলজেরিয়া সেনাবাহিনীর বিমান। টিভি চ্যানেলের ফুটেজ

গতমাসে নেপালের রাজধানী কাঠমান্ডু বিমানবন্দরে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিমান দুর্ঘটনা ঘটল। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল আলজেরিয়া সেনাবাহিনীর বিমান। বুধবার উত্তর আলজেরিয়ায় একটি চাষের খেতে ভেঙে পড়ে বিমানটি। একশো জনেরও বেশি সেনাকে নিয়ে বিমানটি উড়েছিল বলে জানা গেছে। আলজেরিয়া স্টেট টিভির দাবি, বিমান দুর্ঘটনায় অন্তত ২৫৭ জনের মৃত্যু হয়েছে। বুফারিক বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে বলে খবর।

বিমান দুর্ঘটনার পরই জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। ঠিক কী কারণে বিমান দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক।

আরও খবর, হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা! ২০ জনেরও বেশি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা

আরও খবর,পুণের কাছে ভয়াবহ দুর্ঘটনায় কয়েকজন শিশুসহ মৃত ১৮

গতমাসেই কাঠমাণ্ডু বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে বাংলাদেশের বিমান। যে দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Plane crash algerian military accident boufarik airport