Advertisment

জম্মু-কাশ্মীরে বড় পদক্ষেপের সঙ্গে 'ইসরো স্পিরিট'কে মেলালেন মোদী

তাঁর দ্বিতীয় সরকারের প্রথম ১০০ দিনের সাফল্য বলতে উঠে বিতর্ক এড়িয়ে স্বপ্নপূরণের গল্প বললেন প্রধানমন্ত্রী মোদী। জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় পদক্ষেপের সঙ্গে মিলিয়ে দিলেন ইসরোর আবেগকে। জানাতে ভুললেন না, গত পাঁচ বছরের থেকে দ্বিতীয়বারের প্রথম ১০০ দিনেই কাজ হয়েছে দ্রুত গতিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi

সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মোদী

আর্থিক মন্দা থেকে কর্মসংস্থানের নিম্নমুখিতা। বিদ্ধ মোদী সরকার। তবে, তাঁর দ্বিতীয় সরকারের প্রথম ১০০ দিনের সাফল্য বলতে উঠে বিতর্ক এড়িয়ে স্বপ্নপূরণের গল্প বললেন প্রধানমন্ত্রী মোদী। জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় পদক্ষেপের সঙ্গে মিলিয়ে দিলেন ইসরোর আবেগকে। জানাতে ভুললেন না, গত পাঁচ বছরের থেকে দ্বিতীয়বারের প্রথম ১০০ দিনেই কাজ হয়েছে দ্রুত গতিতে। দেশবাসীর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে দ্রুত।

Advertisment

হরিয়ানার রোহতকে দলের বিজয় সংকল্প ব়্যালিতে রবিবার অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দেশবাসীর দৃষ্টিভঙ্গি বদল প্রসঙ্গে নানা কথা তুলে ধরেন তিনি। বলেন, 'এতদিন স্পোর্টসম্যান স্পিরিটের কথা জানা ছিল। এখন আরও একটা চেতনা খুঁজে পাওয়া গিয়েছে। যা হল ইসরো স্পিরিট।' চন্দ্রযান দেশকে ঐক্যবদ্ধ করেছে। প্রায় ৫০ মিনিটের ভাষণে মোদী তাঁর উপলব্ধিতার কথা তুলে ধরেন। তাঁর কথায়, 'ওই রাতে অভিজ্ঞতা হল চন্দ্রযান কিভাবে দেশকে এক সূত্রে গেঁথে রেখেছে। ৭ই সেপ্টেম্বর রাতে সারা দেশ জেগেছিল। এটাই স্পিরিট। এর নাম ইসরো স্পিরিট।'

আরও পড়ুন: মন্দির নির্মাণের দাবি জানিয়ে অযোধ্যায় প্রবেশ রামের বংশধরদের

ভারতের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে। দেশবাসী যেকোনও সমস্যা সমাধানেই এখন চ্যালেঞ্জ বলে ঝাঁপিয়ে পরে। সাফল্য ও ব্যর্থতার মাপকাঠির পরিবর্তন আমাদের কাজ করতে অনুপ্রাণিত করছে।

জম্মু-কাশ্মীরকেই তুলে ধরা হচ্ছে দ্বিতীয় মোদী সরকারের সাহসী পদক্ষেপ হিসাবে। গত মাসেই উপত্যকায় ৩৭০ ধারা রদ করেছে কেন্দ্র। রাজ্যটিকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগের ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, 'জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষ নতুন স্বপ্ন দেখছেন। যাকে পূরণ করতে আমরা উদ্যোগী।' তাঁর সংযোজন, 'এই ১০০ দিন দেশে উন্নয়ন হয়েছে, বিশ্বাস বেড়েছে ও বড় পরিবর্তন সূচিত হয়েছে। সব সিদ্ধান্তই ভাল উদ্দেশ্যে হয়েছে। সব বড় সিদ্ধান্তের অনুপ্রেরণা এসেছে ১৩০ কোটি ভারতীয়র কাছ থেকে।'

আরও পড়ুন: নারদকাণ্ডে ফের শোভন-শুভেন্দুকে সিবিআই তলব, ডাকা হয়েছে ম্যাথুকেও

দ্বিতীয় মোদী সরকারের বিরোধীতায় সরব বিরোধী শিবির। তাদের কটাক্ষ করতে গিয়ে এদিন অবশ্য কারোর নাম নেননি তিনি। উপহাসের সঙ্গে বলেছেন, 'এই সাফল্য নিয়ে অনেকে কী বলবেন ভেবে পাচ্ছেন না। ভোটের পরাজয় তাদের মস্তিষ্ক শূন্য করে দিয়েছে।'

নতুন ভাবনার ফসল হিসাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে কৃষি আইন হয়েছে, দেশের নিরাপত্তা ও মুসলিম মহিলাদের স্বার্থ নিয়ে অপোসহীন পদক্ষেপ করা হয়েছে। অর্থিক উন্নয়নে রোড ম্যাপ ধরে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রথম থেকে শেষ, দ্বিতীয়বারের প্রথম ১০০ দিনের সাফল্যে বাস্তব ও আবেগকে এক সারিতে এনে মানুষের মন জয়ের চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী।

Read the full story in English

bjp PM Narendra Modi
Advertisment