করোনা মোকাবিলায় দেশে ২১ দিনের লকডাউন চলছে। লকডাউনের জেরে অনেকে সমস্য়াতেও পড়েছেন। এই পরিস্থিতিতে লকডাউন উঠলে দেশে করোনা রুখতে কী পদক্ষেপ করা হবে, সে নিয়ে রাজ্য়গুলোর থেকে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার করোনা মোকাবিলায় রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে 'এগজিট স্ট্র্য়াটেজি'র উপর জোর দিয়েছেন মোদী। এজন্য় রাজ্য়গুলির কাছে পরামর্শও চেয়েছেন নমো।
জানা গিয়েছে, এদিনের বৈঠকে মোদী বলেছেন, ''লকডাউন শেষ হলে কী হবে, সে বিষয়ে রাজ্য় ও কেন্দ্র সরকারকে এগজিট স্ট্র্য়াটেজি বানাতে হবে''। এই পরিস্থিতি মোকাবিলায় সকলকে একসঙ্গে জোটবদ্ধ ভাবে লড়ার আহ্বান জানিয়েছেন নমো।
আরও পড়ুন: “যুদ্ধকালীন তৎপরতায় খুঁজতে হবে করোনা সংক্রমণস্থল”, মুখ্যমন্ত্রীদের বার্তা মোদীর
একইসঙ্গে এদিনের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ''আমাদের প্রধান লক্ষ্য় হল প্রাণহানি কমানো। আগামী কয়েক সপ্তাহ পরীক্ষা, রোগীকে চিহ্নিত করা, তাঁদের আইসোলেশনে রাখা, কোয়ারেন্টাইনে রাখার উপর জোর দিতে হবে। অত্য়াবশকীয় স্বাস্থ্য় সরঞ্জাম, ওষুধের সরবরাহ করতে হবে''।
আরও পড়ুন: Corona Situation Live Updates: করোনায় মৃত্যু সংখ্যা ছুঁল ৫০, মোদী সরকারকে নিশানা সোনিয়ার
করোনা আক্রান্ত রোগীদের জন্য় ডেডিকেটেড হাসপাতালের ব্য়বস্থার জন্য় মুখ্য়মন্ত্রীদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জেলাস্তরে বিপর্যয় পরিচালন গোষ্ঠী তৈরি করার নির্দেশ দিয়েছেন নমো। একইসঙ্গে জেলা সার্ভিল্য়ান্স অফিসার নিয়োগের পরামর্শ দিয়েছেন মোদী। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেছেন, ''স্বীকৃত ল্য়াব থেকে তথ্য় নিতে হবে''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন