Abdur Razzak Mollah passes away: বাংলার রাজনীতিতে এই এক নক্ষত্র পতন। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে বাকরি গ্রামে তার বাড়িতেই প্রয়াত হয়েছেন রেজ্জাক মোল্লা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। সক্রিয় রাজনীতি থেকে বহুদিন নিজেকে দূরে রেখেছিলেন। ৮২ বছর বয়সে প্রয়াত হলেন রেজ্জাক মোল্লা।
বাম আমলে আবদুর রেজ্জাক মোল্লা রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন। কলেজে পড়ার সময়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। কমিউনিস্ট আন্দোলনের প্রতি আকৃষ্ট হন এবং কৃষক আন্দোলনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন রেজ্জাক মোল্লা। তিনি ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ক্যানিং পূর্ব আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
২০১১ সালের নির্বাচনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-সহ বামেদের তাবড় নেতা হেরে গিয়েছিলেন। তবে সেবারেও নিজের কেন্দ্রটি ধরে রেখেছিলেন বরাবর নিজেকে 'চাষার ব্যাটা' পরিচয় দিয়ে আসা রেজ্জাক মোল্লা।
আরও পড়ুন- West Bengal News Live: মোথাবাড়িতে শুভেন্দু, NIA-CBI তদন্তের দাবিতে সোচ্চার বিরোধী দলনেতা
তবে ২০১১ সালের পর থেকেই সিপিএমের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হতে থাকে। বিভিন্ন সময়ে দলকে অস্বস্তিতে ফেলে রেজ্জাক মোল্লা বেশ কিছু মন্তব্য করেছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সিপিআই(এম)-এর রাজ্য কমিটি রেজ্জাক মোল্লাকে তাঁর দলবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কার করে। এরপর রেজ্জাক মোল্লা নিজে ওই বছরেরই ১৮ অক্টোবর 'ভারতীয় ন্যায়বিচার পার্টি' (বিএনপি) নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন।
আরও পড়ুন- SSC Recruitment Case: শিক্ষকদের উপর পুলিশের লাঠি, 'দুর্ভাগ্যজনক, কখনই কাম্য ছিল না', সোচ্চার তৃণমূলেরই তারকা সাংসদ
তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক মজবুত হতে থাকায় রেজ্জাক মোল্লাকে ২০১৬ সালের জানুয়ারি মাসে তাঁর দল BNP থেকেও বহিষ্কৃত হতে হয়। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রেজ্জাক মোল্লা। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয় তাঁকে।
জোড়াফুলের টিকিটেও সেবার জয়ী হয়েছিলেন রেজ্জাক। তবে একুশের নির্বাচন থেকে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন। শারীরিক অসুস্থতার কারণেই নির্বাচনে লড়বেন না বলে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন- Eastern Rail: যাত্রী সুরক্ষায় আরও এক ধাপ! এই স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল রেল