Dilip Ghosh attacks Mamata Banerjee: ফের দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চাকরি বাতিল ইস্যুতে ফের একবার মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনায় BJP-র প্রাক্তন সাংসদ। শুক্রবার পুরাতন মালদহে 'চায়ে পে চর্চা' শীর্ষক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার SSC দুর্নীতি নিয়ে তৃণমূল সুপ্রিমোকে তুলোধনা করেছেন প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি।
দিলীপ ঘোষ এদিন বলেন, "টাকার বিনিময়ে অযোগ্যদের শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছে তৃণমূল সরকার। যার ফলে আজ হাজার-হাজার যোগ্য শিক্ষকদের বিপদের মুখে পড়তে হয়েছে। এর জন্য দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁকে একদিন জেলে যেতেই হবে।"
শুক্রবার সকালে পুরাতন মালদহে 'চায়ে পে চর্চা' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি আরও বলেন, "এই রাজ্যের পুলিশ শাসকদলের অঙ্গুলিহেলনে কাজ করছে। অন্যায়ভাবে আন্দোলনকারী শিক্ষকদের ওপর লাঠিপেটা করা হয়েছে। নির্দোষ শিক্ষকেরা আজ চাকরি হারিয়ে পথে বসেছেন। এর দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে।"
আরও পড়ুন- West Bengal News Live: মোথাবাড়িতে শুভেন্দু, NIA-CBI তদন্তের দাবিতে সোচ্চার বিরোধী দলনেতা
শুক্রবার সকাল ৭টা নাগাদ পুরাতন মালদহ পুরসভার মঙ্গলবাড়ী বুলবুলি মোড়ে বিজেপি নগর মণ্ডল কমিটির উদ্যোগে 'চায়ে পে চর্চা'র আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন এলাকার সাধারণ মানুষের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন দিলীপ ঘোষ। এদিন মালদহের মোথাবাড়ির পরিস্থিতি নিয়েও পুলিশ ও প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করান দিলীপ ঘোষ।
আরও পড়ুন- Eastern Rail: যাত্রী সুরক্ষায় আরও এক ধাপ! এই স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল রেল