Advertisment

চালককে ফোনে কথা বলতে দেখলেই গাড়িতে সেঁটে দেওয়া হচ্ছে স্টিকার

হিন্দি ও বাংলা দুই ভাষারই ওই স্টিকারে লেখা রয়েছে যে গাড়ি চালানোর সময়ে মোবাইলে কথা বললে চালকের লাইসেন্স বাতিল হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
দুর্ঘটনা রুখতে প্রশাসনের নজরে মোটর ট্রেনিং স্কুল

রোড সেফটি সংক্রান্ত প্রচার কলকাতা পুলিশের

গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোনে কথা বলা আটকাতে রাজ্য পরিবহণ দফতরের সহযোগিতায় বিশেষ অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। গাড়ি চালানোর সময়ে চালককে মোবাইলে কথা বলতে দেখলেই সে গাড়ির উইন্ডস্ক্রিনে সেঁটে দেওয়া হচ্ছে একটি স্টিকার। ওই স্টিকারে লেখা আছে যে গাড়ি চালানোর সময়ে মোবাইলে কথা বলার জন্য জরিমানা ও কারাবাস হতে পারে।

Advertisment

হিন্দি ও বাংলা দুই ভাষারই ওই স্টিকারে লেখা রয়েছে যে গাড়ি চালানোর সময়ে মোবাইলে কথা বললে চালকের লাইসেন্স বাতিল হতে পারে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে জানানো হয়েছে, ‘‘গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোনে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত চালকের বিরুদ্ধে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।’’

এই অভিযান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া সেফ ড্রাইভ সেভ লাইফ অভিযানেরই একটি অংশ বলে জানিয়েছেন কলকাতা পুলিশের এক আধিকারিক। তাঁর মতে, গাড়িতে এই স্টিকার সাঁটা থাকলে চালকরা মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আরও সতর্ক হবেন।

আরও পড়ুন, ফিল্মি কায়দায় ময়দানে ট্রাফিক পুলিশ, মনে ধরল সোশ্যাল মিডিয়ার

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় একে শুভ উদ্যোগ বলে মন্তব্য করে জানিয়েছেন, ‘‘ আশা করি গাড়ি চালানোর সময়ে কোনও চালকই মোবাইল ফোনে কথা বলবেন না।''

আরও পড়ুন, তেজস্বিনী: কলকাতা পুলিশ সার্জেন্টস ইনস্টিটিউটের অনন্য প্রয়াস

kolkata police safe drive save life
Advertisment