Delhi Air Pollution: দিনে দিনে খারাপ হয়ে উঠেছে দিল্লির পরিস্থিতি! দেশের রাজধানীতে বাতাসের গুণগত মান অত্যন্ত গুরুতর। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই রয়েছে ৪৯৮।
বিষাক্ত হয়ে উঠছে দিল্লির বাতাস। ইতিমধ্যে, দিল্লিতে সকাল ৮টা থেকেই কার্যকর হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩। ইতিমধ্যে দিল্লিতে AQI ৪৫০ পেরিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার স্কুলে-স্কুলে ট্যাব দুর্নীতি! বিহারের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ-লক্ষ টাকা
ভয়াবহ দূষণের কবলে রাজধানী দিল্লি। দূষণ রোধে দিল্লি ও সংলগ্ন এলাকা জুড়ে GRAP-3 চালু হয়ে গেল। জেনে নিন কী কী কাজ বন্ধ থাকবে, কোন যানবাহন নিষিদ্ধ করা হল, স্কুলগুলির জন্য কী নির্দেশ জারি করা হল?
বৃহস্পতিবার কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির বাতাসের গুণমান নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। রীতিমত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি। বৃহস্পতিবার দিল্লির AQI লেভেল ৪৫০ পেরিয়েছে। দূষণের মাত্রা বিবেচনা করে ১৫ নভেম্বর সকাল ৮টা থেকে জিআরএপি ৩ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে দিল্লিতে বন্ধ হয়ে যেতে পারে নির্মাণ কাজ। এছাড়া ভবন ভাঙা ও নির্মাণ ও খনির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
ভারতের সাহায্যে আপ্লুত! সর্বোচ্চ সম্মানে সম্মানিত মোদী
সরকার শীঘ্রই স্কুলগুলির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলেই খবর। চালু হতে পারে অনলাইন মোডে ক্লাস। দিল্লির আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই রেকর্ড করা হয়েছে ৪৪১, অশোক বিহারে ৪৪০, ইন্দিরা গান্ধী বিমানবন্দর ৪৪৬, দিল্লি ইউনিভার্সিটি নর্থ ক্যাম্পাসে ৪৪৭,রোহিণীতে ৪৫৮ ।
দিল্লির বাতাসের গুণমান 'খুব খারাপ' থেকে 'গুরুতর' বিভাগে চলে গেছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার গ্রিন ওয়ার রুমে পরিবেশ বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেছে দিল্লি সরকার। এই বৈঠকের পরে, পরিবেশমন্ত্রী গোপাল রাই দিল্লিতে জিআরএপি ৩নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। CPCB-এর তথ্য অনুযায়ী, দিল্লিতে গড় AQI ৪০৪-এ পৌঁছেছে। তার মানে দিল্লির বাতাস এখন 'খুব সিরিয়াস ক্যাটাগরিতে' পৌঁছে গেছে।