Advertisment

Tab Scam: দক্ষিণ ২৪ পরগনার স্কুলে-স্কুলে ট্যাব দুর্নীতি! বিহারের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ-লক্ষ টাকা

Bengal Tab Scam: রাজ্যের ১৫ জেলায় ট্যাব কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। 'তরুণের স্বপ্ন' প্রকল্পের আওতায় পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পাঠায় রাজ্য। সেই টাকাই লুঠ করছে সাইবার অপরাধীরা।

author-image
Mina Mondal
আপডেট করা হয়েছে
New Update
West Bengal Tab Scam: ট্যাব দুর্নীতি পশ্চিমবঙ্গ

WB Tab Scam: প্রতীকী ছবি।

West Bengal Tab Scam: সাম্প্রতিক সময়ে রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছে ট্যাব কেলেঙ্কারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যথেচ্ছ বিনিয়ম। স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য পাঠানো ট্যাবের টাকা জেলায় জেলায় লুঠের অভিযোগ। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। রাজ্যের বিভিন্ন জেলায় থানায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ট্যাব কেলেঙ্কারি নিয়ে উঠেছে ভয়াবহ অভিযোগ।

Advertisment

দক্ষিণ ২৪ পরগনার সাগরের মহেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৩১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। সাগর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ৩১ পড়ুয়ার মোট তিন লক্ষ দশ হাজার টাকা ঢুকেছে বিহারের কিষাণগঞ্জের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইতিমধ্যে অর্ধেকের বেশি টাকা তুলেও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাট বলেন, “পুলিশ প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আশা করি অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে।”

এছাড়াও সুন্দরবনের প্রত্যন্ত মৈপিঠ কোস্টাল থানার জয়কৃষ্ণ হাই স্কুলের ১৮ পড়ুয়ার টাকাও তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ। গোসাবার দ্বীপ অঞ্চলের একাধিক স্কুলের বেশ কিছু পড়ুয়ার ট্যাবের টাকাও গায়েব। একই অভিযোগ সোনারপুরেও।

আরও পড়ুন- Kolkata News: সাতসকালে হই হই কাণ্ড কলকাতায়! চাঞ্চল্যকর মৃত্যুতে ধোঁয়াশায় পুলিশও

আরও পড়ুন- Guru Nannak-Sri Chaitanya: গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন গুরু নানক, খানিক দূরেই ছিলেন শ্রীচৈতণ্য, বাংলার এপ্রান্তে সোনার ইতিহাস!

সেখানেও বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, “একাধিক থানায় অভিযোগ হয়েছে। সাইবার অপরাধ দফতরের তরফে তদন্ত চলছে।”

আরও পড়ুন- West Bengal Weather Update: জমাটি শীত কবে থেকে? জাঁকিয়ে ঠাণ্ডা আনতে অসময়ের বৃষ্টিই করবে বাজিমাত?

আরও পড়ুন- West Bengal News Live: অশোকনগরে রেল অবরোধ, কাল থেকেই হুড়মুড়িয়ে পারদ পতন?

ট্যাপ কেলেঙ্কারি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকারও। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, " এখনো পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হয়েছে। ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার আমাদের পুরো বিষয়টি তদন্ত করে একটি এসপিও জমা দিয়েছে। মাধ্যমিক উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র যেভাবে বাইরে আসে আটকানো গিয়েছে। এই বিষয়টির সম্পূর্ণ সমাধান করা হবে।"

South 24 Pgs West Bengal Tab Scam
Advertisment