Local Train Cancelled: দেশ জুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী। বেশিরভাগ সরকারি অফিস ছুটি থাকলেও খোলা রয়েছে বেসরকারি অফিস-কাছাড়ি। সপ্তাহের শেষ দিনে কাজে বেরিয়ে সাতসকালে চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। একদিকে যখন হাওড়া-বর্ধমান কর্ড শাখার মসাগ্রাম স্টেশনে ইন্টালকিংয়ের কাজ চলায় বাতিল করা হয়েছে ২০০ ট্রেন। পাশাপাশি শিয়ালদা-বনগাঁ শাখায় চরম বিভ্রাট। দাঁড়িয়ে একের পর এক লোকাল ট্রেন। ফলে সমস্যার মুখে হাজার- হাজার নিত্যযাত্রী।
শিয়ালদা বনগাঁ শাখায় প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করেন। সপ্তাহের শেষ দিনে চরম ভোগান্তিতে এই শাখার নিত্যযাত্রীরা। অশোকনগর স্টেশনে চলছে রেল অবরোধ। ফলে একের পর এক লোকাল ট্রেন দাঁড়িয়ে। যার জেরে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। সকাল ৭টা ৩০ মিনিটে ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগরে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। উল্লেখ্য এই মাঝেরহাট লোকালকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চড়ছে উত্তেজনার পারদ।
গুরু নানক জয়ন্তীতে বন্ধ থাকবে ব্যাঙ্ক? খোলা থাকছে শেয়ার মার্কেট?
যাত্রীদের দাবি, মাঝেরহাট লোকাল কখনও কখনও মাঝেরহাট স্টেশনে পর্যন্ত যায় না। কখনও কলকাতা স্টেশন বা কখনও বারাসাত স্টেশন পর্যন্ত গিয়ে থেমে যায়। দিনের পর দিন সমস্যায় জেরবার হন যাত্রীরা। ফলে আজ অবরোধের পথে হাঁটেন যাত্রীরা। অবরোধের জেরে আপ এবং ডাউন বনগাঁ শিয়ালদহ শাখার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্কুল-কলেজের পড়ুয়াদের পাশাপাশি প্রবল সমস্যার মুখে অফিস যাত্রীরা।
এদিকে ১৪ থেকে ১৭ নভেম্বর মসাগ্রামে ইন্টারলকিংয়ের কাজের জন্য পূর্ব রেলের কর্ড এবং মেন শাখায় দৈনিক ৬০টির কাছাকাছি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । বাতিল করা হয়েছে দূর পাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন। বেশ কিছু ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যার সকাল থেকেই হাওড়া শাখায় ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।
ভারতের সাহায্যে আপ্লুত! সর্বোচ্চ সম্মানে সম্মানিত মোদী