Pune Bus Rape Case: দিদি বলে ডেকে বাসে তুলে ধর্ষণ! টানা ৭০ ঘন্টার অপারেশন, আখ ক্ষেতে ড্রোন উড়িয়ে অভিযুক্তকে গারদে ভরল পুলিশ

Pune Bus Rape Case: 'দিদি' বলে ডেকে বাসে তুলে নিয়ে লাগাতার ধর্ষণ! পুনেতে হাড়হিম ধর্ষণ কাণ্ডে পুলিশের বিরাট সাফল্য। টানা তিনদিন লাগাতার তল্লাশিতে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Pune Bus Rape Case

'দিদি' বলে ডেকে বাসে তুলে নিয়ে লাগাতার ধর্ষণ! Photograph: (পুনে ধর্ষণ মামলায় ধৃত মূল অভিযুক্ত )

Pune Bus Rape Case: 'দিদি' বলে ডেকে বাসে তুলে নিয়ে লাগাতার ধর্ষণ! পুনেতে হাড়হিম ধর্ষণ কাণ্ডে পুলিশের বিরাট সাফল্য। টানা তিনদিন লাগাতার তল্লাশিতে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। 

Advertisment

সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর, চাঞ্চল্য ইমামবাড়া হাসপাতালে

পুনে ধর্ষণ মামলায় কীভাবে অভিযুক্তকে ধরল পুলিশ, জানলে চমকে যাবেন। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গারেকে গ্রেফতার করেছে। তাকে ধরতে চালানো হয় টানা ৬৮ ঘন্টার অভিযান, আখ খেতে লুকিয়ে থাকা অভিযুক্তের সন্ধান পেতে ড্রোন ওড়াতে হয় পুলিশকে। অভিযানের অংশ হিসেবে পুলিশ স্নিফার ডগ নিয়ে চলে টানা তল্লাশি। জানা গিয়েছে অভিযুক্তের এর আগেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। 

সোমবার পুনের স্বরগেট বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা এক বছর ২৬-এর তরুণীকে  বাসের ভিতর তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে ধরার জন্য পুলিশ ১৩টি টিম গঠন করেছিল এবং পাশাপাশি অভিযুক্তের সন্ধানে এক লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছিল পুলিশ। 

Advertisment

মোদী ঘনিষ্ঠ'ই হলেন নতুন SEBI প্রধান, মন্দা কাটবে শেয়ার বাজারে?

নির্যাতিতা পুলিশকে তাঁর বয়ানে জানিয়েছেন, অভিযুক্ত প্রথমে তাকে 'দিদি' বলে তার সঙ্গে কথা বলা শুরু করে। কথার আছিলায় বাস ডিপোতে পার্ক করা একটি খালি তাকে উঠতে বাধ্য করে। বাসে ওঠার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত তাঁর উপর চালায় পাশবিক অত্যাচার।  

এআইএমআইএম  নেতা ওয়ারিস পাঠান সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, যে মহারাষ্ট্র সরকার আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ। পাশাপাশি অভিযুক্তকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

pune rape