Advertisment

Ashok Gehlot: প্রশ্ন ফাঁস মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি, IPS-র ধুঁয়াধার অভিযোগে বিপাকে কংগ্রেস

Ashok Gehlot: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি। প্রশ্ন ফাঁস মামলায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে এবার গ্রেফতারের দাবি জানিয়েছেন ২০০৯ ব্যাচের দুঁদে আইপিএস অফিসার পঙ্কজ কুমার চৌধুরী।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Ashok Gehlot

অশোক গেহলট

Ashok Gehlot: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি। প্রশ্ন ফাঁস মামলায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে এবার গ্রেফতারের দাবি জানিয়েছেন ২০০৯ ব্যাচের দুঁদে আইপিএস অফিসার পঙ্কজ কুমার চৌধুরী। অতীতেও একাধিক বার তিনি  অশোক গেহলটের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলেছিলেন।

Advertisment

Cow Vigilantes: হরিয়ানায় গোরক্ষকদের 'শিকার' ১৯ বছরের তরুণ, ৩০ কিমি গাড়িতে তাড়া করে খুন

প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে গ্রেফতার করে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়েছে আইপিএস অফিসার পঙ্কজ কুমার চৌধুরী। তিনি আরও বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে জেরা করলে তবেই প্রশ্ন ফাঁস মামলার আসল সত্য সামনে আসবে।  

Haryana Unemployment: বিজেপিশাসিত হরিয়ানায় ভয়ংকর বেকারত্ব! সাফাইকর্মী পদে ৪৬ হাজার স্নাতক, স্নাতকোত্তর প্রার্থীর আবেদন

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি

রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের (আরপিএসসি) প্রাক্তন সদস্য রামুরাম রাইকা, তাঁর ছেলে এবং মেয়েকে ২০২১ সালের সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার করে। এরপরই  চৌধুরী এক্স-এ পরীক্ষা বাতিলের দাবিতে সরব হন। বারাণসীর বাসিন্দা এই আইপিএস অতীতেও গেহলটের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

RG Kar Incident: আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা! কৌশলী তৃণমূল, কখনও 'ফোঁস' আবার কখনও সংযমের বার্তা!

২০১৩ সালে, তিনি তৎকালীন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করার পরে তাকে জয়সলমেরের পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছিল। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বদলি করা হয়। সেনিয়ে বিস্তর ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রথমে গেহলট এবং তারপর বসুন্ধরা রাজে যখন তিনি মুখ্যমন্ত্রী হন, তখন তাকে চাকরি থেকে অপসারণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।  

Threats to Doctor: 'চাকরি খেয়ে নেব! আমি তৃণমূল করি', চিকিৎসককে হুমকি দিতেই শাসকনেত্রীর কী হল জানেন?

 

Question Paper Leaked Ashok Gehlot
Advertisment