Advertisment

রাম মন্দির নির্মাণ শুরু, তামা দান করতে আহ্বান ট্রাস্টের

''ভারতের প্রাচীন ঘরানা ও ঐতিহ্য় মেনে তৈরি করা হবে মন্দির। এমন ভাবে মন্দির তৈরি করা হবে, যাতে ভূমিকম্প, ঝড় বা অন্য় কোনও প্রাকৃতিক দুর্যোগে কোনও ক্ষতি না হয়''।

author-image
IE Bangla Web Desk
New Update
ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।।এইচ ১-বি ভিসা রদ।। ফের ভোটে লড়ছেন মায়ানমারের সুচি

থ্রিডিতে রাম মন্দিরের ছবি।

শুরু হয়ে গেল অযোধ্য়ায় রাম মন্দিরের নির্মাণ কাজ। গত ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন করা হয়। করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মধ্য়েই রাম মন্দিরের ভূমিপুজোর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কয়েকদিনের মধ্য়েই বহু প্রতীক্ষীত রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে বলে এদিন জানাল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র। মন্দির তৈরির কাজ শেষ হতে লাগবে প্রায় ৩৬-৪০ মাস।

Advertisment

টুইটারে ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ''ভারতের প্রাচীন ঘরানা ও ঐতিহ্য় মেনে তৈরি করা হবে মন্দির। এমন ভাবে মন্দির তৈরি করা হবে, যাতে ভূমিকম্প, ঝড় বা অন্য় কোনও প্রাকৃতিক দুর্যোগে কোনও ক্ষতি না হয়''। মন্দির যেখানে হবে, সেখানকার মাটি পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়ররা।

আরও পড়ুন: উদ্বিগ্ন বাংলাদেশ, ‘বিএসএফ-ভারতীয়দের হাতে সীমান্তে হত্যা বাড়ছে’

ট্রাস্টের তরফে এও জানানো হয়েছে, ''মন্দির নির্মাণের কাজে তামা ব্য়বহার করা হবে। ১৮ ইঞ্চি লম্বা, ৩০ মিমি চওড়া এমন তামার প্লেট লাগবে। গোটা নির্মাণের জন্য় ১০ হাজারের মতো প্লেট লাগবে''। মন্দির নির্মাণ কাজে সকলকে তামার প্লেট দান করার আহ্বান জানানো হয়েছে। যাঁরা তামার প্লেট দেবেন, তাঁরা প্লেটের গায়ে নিজেদের পরিবারের নাম বা নিজেদের জায়গার নাম খোদাই করতে পারবেন। ট্রাস্টের তরফে বলা হয়েছে, ''এভাবেই তামার প্লেটগুলো শুধুমাত্র দেশের একতার প্রতীক হবে না, মন্দির নির্মাণে গোটা দেশের অবদান প্রতিফলিত হবে এতে''।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ram Temple
Advertisment