Advertisment

রবীন্দ্র জাদেজার স্ত্রীকে হেনস্থার অভিযোগে আটক কনস্টেবল

ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রীকে শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযুক্ত ঐ কনস্টেবলকে আটক করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ravindra jadeja

রবীন্দ্র জাডেজার স্ত্রীকে শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগ। ছবি- ইনস্টাগ্রাম।

ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রীকে শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাতের জামনগরে। সোমবার জাদেজার স্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ঐ কনস্টেবলের বাইকের। এরপরই দু’জনের মধ্যে বচসা হয়। বচসার সময়ই তাঁকে ওই কনস্টেবল হেনস্থা করেন বলে অভিযোগ করেছেন ক্রিকেটারের স্ত্রী।

Advertisment

আরও পড়ুন, টুকলি ঠেকাতে এবার কলেজের শৌচাগারেও সিসিটিভি!

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় জামনগরের সারু সেকশন রোডে দুর্ঘটনা ঘটে। জামনগরের পুলিশ সুপার প্রদীপ শেজুল ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, জাদেজার স্ত্রী রিভা জাডেজা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। কনস্টেবলের বাইকের সঙ্গে রিভার গাড়ির আচমকা ধাক্কা লাগে। দুর্ঘটনার পর জাদেজার স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি বাধে কনস্টেবলের। এসময়ই রিভাকে হেনস্থা করা হয়। তিনি আরও জানিয়েছেন জাদেজার স্ত্রী নালিশ জানাবার পরপরই অভিযুক্ত কনস্টেবলকে আটক করা হয়েছে।

Ravindra Jadeja national news
Advertisment