RBI Governor IAS Sanjay Malhotra: IIT কানপুর থেকে পড়াশুনা শেষে পাড়ি দেন আমেরিকায়। ১৯৯০ সালে পাশ করেন IAS! ৩৩ বছরের বেশি রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ প্রশাসনিক অভিজ্ঞতা। এবার আরবিআই-এর নতুন গভর্নর হিসাবে দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় মালহোত্রা।
সঞ্জয় মালহোত্রা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার তিনি। IIT কানপুর থেকে B.Tech সম্পুর্ণ করে পাড়ি দেন আমেরিকায়। আইএএস অফিসার হিসাবে তাঁর ৩৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
'ইসকন ক্যানসারের মতো, উপরে ফেলতে হবে', ফতোয়া বাংলাদেশের হুজুরের, দেখুন ভয়ঙ্কর ভিডিও
রাজস্থান ক্যাডারের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার সঞ্জয় মালহোত্রাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই-এর নতুন গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে। আগামী তিন বছর তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর আগামীকাল অর্থাৎ ১১ ডিসেম্বর ২০২৪ থেকে তিনি RBI-এর দায়িত্ব নিতে চলেছেন। বর্তমানে তিনি ভারতের অর্থ মন্ত্রকের সচিব (রাজস্ব) হিসাবে কর্মরত। আছেন। রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত অর্থ এবং কর ব্যবস্থায় তাঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে।
সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। তাকে দেশের সবচেয়ে অভিজ্ঞ IAS আধিকারিকদের মধ্যে একজন বলে গণ্য করা হয়। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং স্নাতক। তিনি ১৯৮৯ সালে B.Tech পাশ করেন।
প্রয়াত 'ব্র্যাণ্ড ব্যাঙ্গালুরুর' কাণ্ডারি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ মোদী
B.Tech করার পরপরই, তিনি UPSC পরীক্ষায় অংশ নেন এবং প্রথম প্রচেষ্টাতেই UPSC পাশ করে আইএএস আধিকারিক হিসাবে প্রশাসনিক দায়িত্ব সামলান। সঞ্জয় মালহোত্রা আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন।
নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার ৩৩ বছরেরও বেশি প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তিনি বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি এবং খনি অনেক দফতরের শীর্ষ আমলা হিসাবে দক্ষতার সঙ্গে তাঁর দায়িত্ব সামলেছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের বাজেট প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজস্ব বিভাগের শীর্ষ আধিকারিক হিসাবে, তিনি কেন্দ্রীয় বাজেট ২০২৩-২০২৪-এ কর সম্পর্কিত বিষয়গুলি চূড়ান্ত নীতি প্রনয়ণ করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন।