Advertisment

West Bengal News Highlights: বাবরি মসজিদ তৈরির ঘোষণার পাল্টা, বাংলায় রামমন্দির গড়ার ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের

West Bengal News Highlights Today 9 Dec, 2024: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in West Bengal Highlights: গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: একেবারে তিন মাসের জন্য সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। নতুন বেঞ্চ এবার শুনবে আরজি কর মামলা। শীর্ষ আদালতে আগামী ১৭ মার্চ আরজি কর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আরজি কর মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুনিয়র ডাক্তারদের অভিযোগ শুনে ১২ সপ্তাহে পরে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। 

Advertisment

বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আজ বসিরহাটের (Basirhat) ঘোজাডাঙায় প্রতিবাদ সভা হয়। পেট্রাপোলের পর ঘোজাডাঙায় বিক্ষোভ কর্মসূচিতে হাজির হয়ে বাংলাদেশ সরকারকে তুলোধনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের কলকাতা দখলের হুঁশিয়ারিরও পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন 'আগে দেশ, পরে ব্যবসা', বাংলাদেশিদের জন্য এবার বন্ধ হল দার্জিলিংয়ের দরজাও

অন্যদিকে, খানিকটা হলেও স্বস্তিতে মন্দারমণির হোটেল ব্যবসায়ীরা, বলা ভালো 'অবৈধ' হোটেলের মালিকরা। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মন্দারমণি (Mandarmani) সমুদ্র সৈকত লাগোয়া 'অবৈধ' হোটেলগুলি ভাঙা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগেই এই 'অবৈধ' হোটেলগুলি ভাঙার উপর স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল উচ্চ আদালত।

  • Dec 10, 2024 19:48 IST
    West Bengal News Live:বাংলায় রামমন্দির গড়ার ঘোষণা

    ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন। তারই পাল্টা এবার সেই মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গীয় হিন্দু সেনার। "অযোধ্যার মতোই মুর্শিদাবাদে রাম মন্দির বানাব। জানুয়ারিতেই মন্দিরের কাজ শুরু হোক।" ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার সভাপতির।



  • Dec 10, 2024 19:33 IST
    West Bengal News Live:কেজরির তুলনা টেনে জামিন আর্জি পার্থর!

    বান্ধবী অর্পিতা জামিন পেয়ে বাড়িতে। একে একে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই জামিন পেয়েছেন। তবে বারবার আবেদন করেও সাড়া পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। কিছুতেই মিলছে না জামিন। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গায় জামিন চেয়ে কার্যত মুখ পুড়ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তবুও জামিনের আবেদনে কার্যত মরিয়া হয়ে উঠেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আজ পার্থর জামিন আবেদনে উঠেছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) প্রসঙ্গ।



  • Dec 10, 2024 18:45 IST
    West Bengal News Live:দিঘা সফরে মুখ্যমন্ত্রী

    দিঘায় (Digha) জগন্নাথ মন্দির (Jagannath Temple) তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই। সেই জগন্নাথ মন্দিরের কাজ এখন শেষের পথে। মঙ্গলবার দুপুর নাগাদ হেলিকপ্টারে দিঘায় পৌঁছোন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর আড়াইটা নাগাদ নিউ দিঘার হেলিপ্যাড ময়দানে নামেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের সফর ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত সৈকতনগরী দিঘায়। বুধবার দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির তৈরির কাজ কোন পর্যায়ে রয়েছে, খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই। এরই পাশাপাশি মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন তিনি। 



  • Dec 10, 2024 18:18 IST
    West Bengal News Live:নয়া ইতিহাস কলকাতা মেট্রোর

    ‘মেট্রো রাইড কলকাতা অ্যাপ’ (Metro Ride Kolkata) তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে! এখনও পর্যন্ত ৮ কোটি ৯ লক্ষেরও বেশি Android এবং ৪৩ হাজার ৯০০ টিরও বেশি iOS ব্যবহারকারীরা এই অ্যাপটি ডাউনলোড করেছেন। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) দ্বারা তৈরি এই অ্যাপটি শুরু থেকেই ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়েছে। এই অ্যাপটি মেট্রো যাত্রীদের তাদের স্মার্ট কার্ড রিচার্জ করতে বা QR কোড ভিত্তিক টিকিট যে কোনও সময়ে যে কোনও স্থান থেকে বুক করতে সক্ষম করেছে। যাত্রীদের সুবিধার জন্য, 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপটি গত ৫ মার্চ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এবং গত ২২ মার্চ iOS প্ল্যাটফর্মে চালু করা হয়েছিল।



  • Dec 10, 2024 17:35 IST
    West Bengal News Live: যুবককে কুপিয়ে খুন

    কাকার সম্পত্তির জবর দখল ঠেকাতে গিয়ে খুন হলেন ভাইপো। প্রতিবেশীদের সঙ্গে তিন শতক জমির দখলদারি নিয়ে বিবাদকে ঘিরেই দুই পরিবারের সংঘর্ষ বাধে। আর তাতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। এই ঘটনায় দুই পক্ষের তিনজন জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে। খুনের ঘটনাটি নিয়ে মৃতের পরিবার হামলাকারীর মিঠু শেখ, রিন্টু শেখ সহ তার দলবলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পাল্টা হামলাকারীদের পক্ষ থেকেও তাদের কুপিয়ে খুন করার চেষ্টা অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। 



  • Dec 10, 2024 17:12 IST
    West Bengal News Live: ফের পিছোল আরজি কর মামলা

    একেবারে তিন মাসের জন্য সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। নতুন বেঞ্চ এবার শুনবে আরজি কর মামলা। শীর্ষ আদালতে আগামী ১৭ মার্চ আরজি কর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আরজি কর মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুনিয়র ডাক্তারদের অভিযোগ শুনে ১২ সপ্তাহে পরে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। 

    বিস্তারিত পড়ুন- RG Kar Case: সুপ্রিম কোর্টে ফের পিছোল আরজি কর মামলা, 'তদন্তে অসহযোগিতা রাজ্যের', অভিযোগ CBI-এর



  • Dec 10, 2024 17:10 IST
    West Bengal News Live: শুভেন্দুর আগুনে হুঁশিয়ারি

    বাংলাদেশে (Bangladesh) লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চলছে। সে দেশে ফি দিন আক্রান্ত হচ্ছে হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়ি-ঘর দোকানে ভাঙচুর চালাচ্ছে মৌলবাদীরা। ভেঙে তছনছ করা হচ্ছে একের পর এক মন্দির। বাংলাদেশে হিন্দুরদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে এর আগে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সভা করেছিলেন শুভেন্দু অধিকারী (Petrapole)। পেট্রাপোলের পর আজ ঘোজাডাঙা সীমান্তে প্রতিবাদ সভায় হাজির হয়ে বাংলাদেশকে আগুনে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

    বিস্তারিত পড়ুন- Bangladesh Crisis: 'ভারত না থাকলে ভাত-কাপড় জুটবে না, আঁধারে ডুববে বাংলাদেশ', কটাক্ষে ধুয়ে দিলেন শুভেন্দু



  • Dec 10, 2024 17:08 IST
    West Bengal News Live: অসুস্থ 'কাকু'

    এখনও 'অসুস্থ' 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, নিম্ন আদালতে সশরীরে হাজির থাকতে না পারলেও তাকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যেতে পারে। তবে মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমেও আদালতে হাজির করানো গেল না সুজয়কৃষ্ণ ভদ্রকে। সুজয়কৃষ্ণ ভদ্র 'অসুস্থ' বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। 'কালীঘাটের কাকু'র চিকিৎসায় এবার মেডিকেল বোর্ড তৈরির আবেদন জানিয়েছে সিবিআই।



  • Dec 10, 2024 15:02 IST
    West Bengal News Live: মন্দারমণি সৈকত লাগোয়া হোটেলগুলি ভাঙা যাবে না, নির্দেশ হাইকোর্টের

    স্বস্তিতে মন্দারমণির হোটেল ব্যবসায়ীরা। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মন্দারমণি (Mandarmani) সমুদ্র সৈকত লাগোয়া 'অবৈধ' হোটেলগুলি ভাঙা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগেই এই 'অবৈধ' হোটেলগুলি ভাঙার উপর স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল উচ্চ আদালত।



  • Dec 10, 2024 14:34 IST
    West Bengal News Live: 'আমরা কি আমলকি খাব?', মমতার ললিপপ মন্তব্যের পাল্টা রিজভির

    ফের বিতর্কিত মন্তব্য বিএনপি নেতা রিজভির। বাংলা-বিহার-ওড়িশা দাবি করা, ভারতীয় শাড়ি পোড়ানোর পর এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা রিজভির। 'মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে আমরা কি আমলকি খাব?', মন্তব্য বিএনপি নেতার।



  • Dec 10, 2024 13:43 IST
    West Bengal News Live: নিউটাউনে ৪ আওয়ামি লিগ কর্মী গ্রেফতার, অনুপ্রবেশ এবং ছিনতাইয়ের অভিযোগ

    অনুপ্রবেশ এবং ছিনতাইয়ের অভিযোগে নিউটাউন থেকে ৪ আওয়ামি লিগ কর্মীকে গ্রেফতার করল মেঘালয় পুলিশের টিম। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে মেঘালয় হয়ে কলকাতায় চলে আসেন তাঁরা।



  • Dec 10, 2024 13:39 IST
    West Bengal News Live: পুরনো শত্রু এখন বন্ধু! পাকিস্তানের আলু-পেঁয়াজ কিনতে চায় বাংলাদেশ

    সংখ্যালঘু হিন্দু নির্যাতনের জেরে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা বাংলাদেশ। শেখ হাসিনা সরকার পতনের পর স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলেছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই অবস্থায় পুরনো শত্রু পাকিস্তানের সঙ্গে ফের সখ্যতা বাড়াচ্ছে মুহাম্মদ ইউনূসের সরকার। পাকিস্তান থেকে চিনি আমদানির পর এবার আলু-পেঁয়াজও কেনার কথা ভাবছে বাংলাদেশ। যা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।



  • Dec 10, 2024 13:27 IST
    West Bengal News Live: কয়লা পাচার মামলায় লালা-সহ ৪৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

    কয়লা পাচার মামলায় অবশেষে চার্জ গঠন হল। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুপ মাজি ওরফে লালা-সহ মোট ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। যৌন হেনস্থার মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে বন্দি থাকার দরুন অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়।



  • Dec 10, 2024 12:33 IST
    West Bengal News Live: বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ঘোজাডাঙা সীমান্তে বিক্ষোভ শুভেন্দুদের

    বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়নের প্রতিবাদে এবার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির অভিযান। পেট্রাপোলের পর এবার ঘোজাডাঙায় বিক্ষোভ কর্মসূচি।



  • Dec 10, 2024 11:57 IST
    West Bengal News Live: ভাঙড়ে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা

    ভাঙড় এক নম্বর ব্লকের অন্তর্গত চক বড়ালী এলাকায় অনলাইন দোকানদার জলিল মোল্লার বাড়িতে সাত সকালে ইডির হানা। তবে এলাকাবাসীর সূত্রে জানা যায়, বালিগাদা এলাকায় আগে একটি অনলাইনে দোকান ছিল এই জলিল মোল্লার। পরে কলকাতা কৈখালী এলাকায় একটি অনলাইনে দোকানে কাজ করে জলিল। তবে এলাকাবাসী জলিল মোল্লার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ। মোট ৬ জন ইডি আধিকারিক তিনটি গাড়ি করে আসে জলিল মোল্লার বাড়িতে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।



  • Dec 10, 2024 10:51 IST
    West Bengal News Live: 'ইসকন ক্যানসারের মতো, উপরে ফেলতে হবে', ফতোয়া বাংলাদেশের হুজুরের, দেখুন ভিডিও

    এবার ইসকনকে ক্যানসারের সঙ্গে তুলনা করে, ইসকনমুক্ত বাংলাদেশ তৈরির ডাক দিলেন ইসলামিক কট্টরপন্থী হুজুর। ওয়াজ মেহফিল থেকে দেওয়া হল চরম হুঁশিয়ারি। একটি ভিডিও পোস্ট করে এমন দাবি করলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তাঁর পোস্ট করা ভিডিতে যা শোনা গেল, তা শুনলে গা শিউরে উঠবে। 



  • Dec 10, 2024 10:23 IST
    West Bengal News Live: 'আমি আজও বাংলাদেশের প্রধানমন্ত্রী', ভার্চুয়াল সভায় মন্তব্য শেখ হাসিনার

    রবিবার লন্ডনের মিলনার রোডের এক প্রেক্ষাগৃহে বিশেষ সমাবেশের আয়োজন করেছিল আওয়ামি লিগ। সেখানেই প্রধান বক্তা ছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল সমাবেশে শেখ হাসিনা প্রায় ৩৮ মিনিট বক্তব্য দেন৷ তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন৷



  • Dec 10, 2024 10:01 IST
    West Bengal News Live: মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাতে চান তৃণমূল বিধায়ক

    এবার বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ১৯৯২ সালে ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। আগামী বছর সেই দিনেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করতে চান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে হুমায়ুন। বিধায়কের কথায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।



  • Dec 10, 2024 09:49 IST
    West Bengal News Live: কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র, গ্রেফতার ১৯

    কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। প্রতারণা চক্র চালানোর অভিযোগে ধৃত ১৯। বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। কল সেন্টারটিও সিল করে দেওয়া হয়েছে।



  • Dec 10, 2024 09:41 IST
    West Bengal News Live: চিন্ময়ের মুক্তির দাবিতে ইউনূস সরকারকে চিঠি রামকৃষ্ণ মিশনের

    ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ইউনূস সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মিশন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসকন।



  • Dec 10, 2024 09:25 IST
    West Bengal News Live: ভিসা সেন্টার দিল্লি থেকে সরান, ইউরোপীয় ইউনিয়নকে আর্জি ইউনূসের

    বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার নয়াদিল্লি থেকে সরানোর আর্জি মুহাম্মদ ইউনূস প্রশাসনের। ভিসা সেন্টার সরিয়ে ঢাকা বা অন্য কোনও প্রতিবেশী দেশে নিয়ে যাওয়া হোক, ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবারই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রীর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। আর ওইদিনই ইউরোপের দেশগুলিকে প্রস্তাব বাংলাদেশের।



  • Dec 10, 2024 08:56 IST
    West Bengal News Live: ৭ মাস পর ফের রাজভবনে মমতা

    সাত মাস পর ফের রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। প্রায় আধ ঘণ্টা কথা বললেন রাজ্যপালের সঙ্গে। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে কথা হয়েছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে।



  • Dec 10, 2024 08:01 IST
    West Bengal News Live: রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা দুই এসএসসি চাকরিপ্রার্থীর

    সোমবার রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা দুই এসএসসি চাকরিপ্রার্থীর। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাঁদের ধরে ফেলেন। তাঁদের নিয়েে যাওয়া হয় লালবাজারে। চাকরির দাবিতে তাঁরা এই কাজ ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।



  • Dec 10, 2024 07:52 IST
    West Bengal News Live: ২ দিনের পূর্ব মেদিনীপুর সফরে মমতা, যেতে পারেন দিঘা

    দুদিনের পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, দিঘায় যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি দেখবেন তিনি। মমতার উপস্থিতিতে মন্দিরে ট্রাস্ট বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে আজ। আগামিকাল, বুধবার সরকারি অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মমতা।



  • Dec 10, 2024 07:51 IST
    West Bengal News Live: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ ভারতের

    ঢাকায় ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের সম্পর্ক কোনদিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে সবার। দুই দেশের বিদেশ সচিবের বৈঠক হয়েছে সোমবার। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি উঠে এসেছে দ্বিপাক্ষিক বৈঠকে। এ বিষয়ে বাংলাদেশের সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী। তবে বাংলাদেশ জানিয়েছে, দুই দেশই অতীতের সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।



  • Dec 10, 2024 07:50 IST
    West Bengal News Live: দীর্ঘ একমাস পর আজ ফের আরজি কর কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে

    প্রায় ১ মাস পর আজ, মঙ্গলবার আরজি কর কাণ্ডের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি রয়েছে এই মামলার। গত ৭ নভেম্বর শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয়েছিল। তদন্তের অগ্রগতি নিয়ে স্টেটাস রিপোর্ট দিতে পারে সিবিআই। এই নিয়ে সপ্তম বার স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। আজ এই মামলায় কী হয় সেদিকে নজর রয়েছে সবার।



Bangladesh Unrest Bangladesh Crisis West Bengal west bengal latest news Supreme Court of India Digha West Bengal News RG Kar Case Kolkata Doctor Rape-Murder Case Mamata Banerjee Bangladesh Violence Bangladesh
Advertisment