Advertisment

SM Krishna Passes Away: প্রয়াত 'ব্র্যাণ্ড বেঙ্গালুরুর' কাণ্ডারি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ মোদী-মমতা

SM Krishna Death: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ইউপিএ সরকারের প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। আজ ভোর ২টো বেজে ৪৫ মিনিটে বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
modi mamata sm krishna

প্রয়াত 'ব্র্যাণ্ড বেঙ্গালুরুর' কাণ্ডারি এস এম কৃষ্ণ

SM Krishna Death: প্রয়াত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ইউপিএ সরকারের প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। আজ ভোর ২টো বেজে ৪৫ মিনিটে বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। এস এম কৃষ্ণের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সমাজবাদী পার্টি।  

Advertisment

সমাজবাদী পার্টি প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এক্স হ্যাণ্ডেলে দলের তরফে শোকবার্তায় লেখা হয়েছে  'কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিদেশমন্ত্রী শ্রী এস.এম.  কৃষ্ণজীর প্রয়াণের খবরে আমরা শোকস্তব্ধ!ওনার বিদেহী আত্মার শান্তি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা!'

পরিবার সূত্রে খবর, প্রাক্তন বিদেশমন্ত্রী এস.এম. কৃষ্ণ (৯২) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে তিনি বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেঙ্গালুরুকে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে কৃষ্ণের বিশেষ অবদান রয়েছে। কৃষ্ণা তাঁর বার্ধ্যকের কারণে গত বছর জানুয়ারিতেসক্রিয় রাজনীতি থেকে অবসর নেন।

বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শোকবার্তায় লিখেছেন, "এসএম কৃষ্ণজির সঙ্গে বহুবার কথা বলার সুযোগ হয়েছে। তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।"  শোকবার্তা জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও।

 শোক প্রকাশ মমতারও 

তিনি ১ মে, ১৯৩২ সালে কর্ণাটকের মান্ডিয়া জেলার সোমানহাল্লিতে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে, তিনি মাদ্দুর  বিধানসভা আসন থেকে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হন। কংগ্রেসে যোগদানের আগে তিনি প্রজা সমাজতান্ত্রিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১৭ সালের মার্চ মাসে , তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তে যোগ দেন এবং কংগ্রেসের সঙ্গে তাঁর প্রায় ৫০ বছরের পুরনো সম্পর্কের অবসান ঘটান।

CM bengaluru modi
Advertisment