/indian-express-bangla/media/media_files/2025/05/03/5bq7pGPw7gZq0kk0xvtC.jpg)
মন্দিরে অনুষ্ঠান চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, মুহূর্তেই মৃত্যুমিছিল, হাহাকার, বুক ফাটা কান্না
PM Modi on Goa stampede: গোয়ার একটি মন্দিরে উৎসব চলাকালীন ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। আহত হয়েছেন ৫০-এর কাছাকাছি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "গোয়ার শিরগাঁওয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সাহায্যে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।"
চিনের সঙ্গে হাত মিলিয়ে ভারত দখলের হুঙ্কার বাংলাদেশের! বিতর্কিত মন্তব্যে তোলপাড় বিশ্বজুড়ে
প্রতিবছর হাজার হাজার ভক্ত শিরগাঁওয়ে লাইরাই দেবী মন্দিরের বার্ষিকশোভাযাত্রায় যাত্রায় অংশ নিতে জড়ো হন। শনিবার ভোরে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পদপিষ্টের ঘটনা ঘটে। এবিষয়ে গোয়ার এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোরে শিরগাঁওয়ের শ্রী লাইরাই দেবী মন্দিরে এই ঘটনা ঘটে। তিনি বলেন, গোয়া, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে হাজার হাজার ভক্ত উৎসবে অংশগ্রহণের জন্য মন্দিরে জড়ো হয়েছিলেন। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।
'এটা মানাই যায় না', দিঘার মন্দিরে আপত্তি! ওড়িশা সরকারের রোষে পুরীর জগন্নাথ-ধাম কর্তৃপক্ষ
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের (সিএমও) সূত্রে জানানো হয়েছে, পদপিষ্ঠের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন ভক্ত আহত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, কমপক্ষে ৩০ জন আহত হওয়াআর বর মিলেছে। যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। রাজ্যের স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে।ইতিমধ্যে আহতদের সঙ্গে দেখা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও উত্তর গোয়া জেলা হাসপাতালে পৌঁছেছেন। দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, "গোয়ার শিরগাঁওয়ে মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি"।
Deeply anguished by the tragic loss of six lives at the Sree Devi Lairai Temple in Goa. My heartfelt condolences to the bereaved families and prayers for the speedy recovery of the injured.
— Abhishek Banerjee (@abhishekaitc) May 3, 2025
From Hathras to Goa, the recurrence of such tragedies in Double Engine states reflects a…