Advertisment

জামিন পাওয়ার পর জেল থেকে ছাড়া পেলেন সলমন খান

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানকে জামিন দিল যোধপুরের দায়রা আদালত। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সলমনের জামিন মঞ্জুর করল আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
salman khan, blackbuck verdict

বৃহস্পতিবার যোধপুর আদালতে সলমন খান। ছবি ইন্ডিয়ান এক্সপ্রেস।

অবশেষে জামিন পেলেন সলমন খান। ৪৮ ঘণ্টা পর কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমনকে জামিন দিল যোধপুরের দায়রা আদালত। জেলে ২ রাত কাটানোর পর শনিবার জামিন পেলেন বলিউডের ভাইজান। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সলমনের জামিন মঞ্জুর করল আদালত। আজই যোধপুর সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেয়েছেন সলমন খান।

Advertisment

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গত বৃহস্পতিবার সলমনকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল যোধপুর আদালত। একইসঙ্গে সলমনকে ১০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছিল আদালত। সেদিনই নায়কের জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। শুক্রবার জামিন আর্জির শুনানি সকাল সাড়ে ১০টায় হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। তাই যোধপুর আদালতের রায়ে ২ রাত জেলেই কাটাতে হয় সল্লুভাইকে। অবশেষে শনিবার ৩টে নাগাদ সলমনের জামিন মঞ্জুর করে যোধপুরের দায়রা আদালত।

সলমনের জামিন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উৎসবে মেতে ওঠে ভক্তরা। মুম্বইয়ে সলমনের বাড়ির সামনে উল্লাসে মেতে ওঠেন ফ্যানেরা।

 arpita khan, blackbuck verdict শনিবার যোধপুর দায়রা আদালতে সলমন খানের বোন অর্পিতা খান। ছবি ইন্ডিয়ান এক্সপ্রেস।

অন্যদিকে সলমনের কারাবাস হওয়ায় নায়কের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেকেই। জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেভিড ধাওয়ানসহ কয়েকজন সেলেব্রিটি এদিন মুম্বইয়ে সলমনের বাড়িতে যান।

আরও পড়ুন,  কৃষ্ণসার হরিণ হত্যা মামলা: জেল হল সলমন খানের, বিপাকে বলিউড

আরও পড়ুন, সলমনের জেল: উৎসবে মাতল বিষ্ণোই সম্প্রদায়
সলমনের জেলযাত্রার খবরে পরিজনদের মতোই মুখভার হয়ে যায় বলিপাড়ারও। এই মুহূর্তে সলমনকে নিয়ে মোটা টাকার অঙ্কের লগ্নি রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সামনেই রয়েছে নায়কের নতুন ছবি রেস ৩-এর মুক্তি। ফলে স্বভাবতই সলমনের শাস্তির খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বলিউডের পরিচালক-প্রযোজকদের।

১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিং করতে গিয়ে জঙ্গল সাফারিতে বেরিয়ে ২টি কৃষ্ণসার হরিণ হত্যা করেন বলে অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। একই মামলায় অভিযুক্ত হন বলিউডের আরও ৪ অভিনেতা। যদিও উপযুক্ত প্রমাণের অভাবে এই মামলায় বেকসুর খালাস হয়েছেন বাকি অভিযুক্ত সইফ আলি খান, তব্বু, সোনালি বেন্দ্রে, নীলম।

salman khan
Advertisment