Advertisment

Mumbai Police warns Terror Attack: পুজোয় ঘুরতে যাচ্ছেন? সাবধান! জঙ্গি হামলার আশঙ্কা, জারি হাই অ্যালার্ট

Mumbai Police warns Terror Attack: উৎসবের মরশুমে মুম্বইয়ে বিরাট সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। পুলিশ ইতিমধ্যে এবিষয়ে জারি করেছে হাই অ্যালার্ট। পাশাপাশি জনগণকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai terror attack

জঙ্গি হামলার আশঙ্কা, জারি হাই অ্যালার্ট

 Mumbai Police warns Terror Attack:উৎসবের মরশুমে মুম্বইয়ে বিরাট সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। মুম্বই পুলিশ ইতিমধ্যে এবিষয়ে জারি করেছে হাই অ্যালার্ট। পাশাপাশি জনগণকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কায় ড্রোন ক্যামেরা, রিমোট কন্ট্রোল, মাইক্রো লাইট এয়ারক্রাফ্ট এবং প্যারা গ্লাইডার সহ বেশ কয়েকটি বিষয়ের উপর জারি করা হয়েছে বিধিনিষেধ।

Advertisment

'সন্ত্রাসের আঁতুড় ঘর, পাক প্রধানমন্ত্রীর ভাষণ স্রেফ তামাশা', রাষ্ট্রসংঘে প্রতিবেশী দেশকে ধুইয়ে দিল ভারত

মুম্বইয়ে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গিরা। গোয়ান্দা ইনপুটের ভিত্তিতে রাজ্যজুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।  পুলিশ কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসিপি, ডিসিপি, সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের এবিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।  

উৎসবের মরসুমের ভয়ঙ্কর নাশকতা চালাতে পারে জঙ্গিরা।  নবরাত্রি উপলক্ষ্যে মুম্বই শহরের চালানো হয়েছে সেই হামলা, এমনই গোয়ান্দা ইনপুটের ভিত্তিতে নড়ে চড়ে বসল মুম্বই পুলিশ। জঙ্গিরা উৎসবের এই মরসুমে একেবারে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে চালাতে পারে হামলা। সেকারণে সাধারণ মানুষকে বিশষ ভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  বিশেষ করে বাড়িওয়ালা এবং ভাড়াটেদের সতর্ক করা হয়েছে। বাড়িওয়ালাদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তির গতিবিধি সন্দেহজনক বলে মনে হলেই অবিলম্বে তা নিকটস্থ থানায় জানাতে হবে।

জুনিয়র ডাক্তারদের মারধর-ওয়ার্ডে ভাঙচুর, সাগর দত্তে কর্মবিরতি চিকিৎসকদের

সন্ত্রাসবাদী হুমকির মধ্যে, মুম্বই পুলিশ ক্রমাগত সাধারণ মানুষের নিশ্চিত করার চেষ্টা করছে। পুলিশ সব হোটেল, ট্যুরিস্ট গেস্ট হাউস এবং বাড়িওয়ালাদের প্রতি নির্দেশ জারি করেছে। মুম্বই পুলিশের সিটিজেন পোর্টালেও এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। বাড়িতে আসা নতুন অতিথি বা ভাড়াটেদের সম্পূর্ণ বিবরণ নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। যারা মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। জঙ্গি হালমার আশঙ্কায়  মুম্বই পুলিশ ড্রোন ক্যামেরা, রিমোট কন্ট্রোল ডিভাইস, মাইক্রো লাইট এয়ারক্রাফ্ট বা প্যারা গ্লাইডার, প্যারা মোটর, হ্যান্ড গ্লাইডার, হট এয়ার বেলুন এবং অন্যান্য বেশ কিছু ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ করেছে।

mumbai Terrorism
Advertisment