Operation Sindoor: ভারত-পাকিস্তান তুমুল উত্তেজনার জের! দেশের সবকটি বিমানবন্দরে জারি তুখোড় সতর্কতা, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে এবার বিরাট নির্দেশ কেন্দ্রের।
ভারত-পাকিস্তান উত্তেজনা আবহে দেশের সবকটি বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিল BCAS! সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস) দেশজুড়ে সমস্ত বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলিকে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কঠোর নির্দেশ জারি করেছে। যার অধীনে সমস্ত বিমানবন্দরে সমস্ত যাত্রীর সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং (SLPC) করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এখন দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। অপারেশন সিন্দুরের পালটা পাকিস্তান জম্মুতে ড্রোন হামলা চালিয়েছে, যার যোগ্য জবাব দিয়েছে ভারত। এই সবের মাঝে, ভারত সরকার নিরাপত্তা জনিত কারণে দেশের একাধিক স্থানে সতর্কতা জারি করেছে। সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস) দেশজুড়ে সমস্ত বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলিকে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য কঠোর নির্দেশনা জারি করেছে।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) সারা দেশের সমস্ত বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। সমস্ত বিমানবন্দরে সমস্ত যাত্রীর সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং (SLPC) করা হবে বলে জানানো হয়েছে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেই অনুযায়ী এয়ার মার্শালদের মোতায়েন করা হবে। BCAS তাৎক্ষণিকভাবে টার্মিনালে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এখন, শুধুমাত্র বৈধ টিকিট যাদের কাছে আছে সেই সকল যাত্রীদেরই কেবলমাত্র টার্মিনাল ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিমানবন্দরে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রক সূত্রে জানা গেছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সমস্ত বিমানবন্দরে প্রয়োজন অনুসারে এয়ার মার্শাল মোতায়েন করা হবে। জানা গিয়েছে আপাতত ১৮ মে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই নির্দেশ পাওয়ার পর এয়ার ইন্ডিয়া একটি ট্রাভেল অ্যাডভাইজরি জারি করেছে। এতে যাত্রীদের ফ্লাইটের কমপক্ষে তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। ভারত সরকার ইতিমধ্যেই ২৫টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে।