Child Pornography Case Verdict: চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। সোমবার সুপ্রিম কোর্ট এক নির্দেশে বলেছে চাইল্ড পর্নোগ্রাফি ডাউনলোড করা এবং দেখা POCSO এবং IT আইনের অধীনে একটি অপরাধ। সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ মাদ্রাজ হাইকোর্টের রায়কে বাতিল করে এই রায় দিয়েছেন।
চাইল্ড পর্নোগ্রাফি দেখা এবং ডাউনলোড করার বিষয়ে 'সর্বোচ্চ' সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। এর আগে চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে মাদ্রাজ হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেছিল কেউ যদি এই ধরনের সামগ্রী ডাউনলোড করে দেখেন এবং যদি তাতে সম্প্রচারের উদ্দেশ্য না থাকলে তা অপরাধ নয়। মাদ্রাজ হাইকোর্ট বলেছে যে শুধুমাত্র কোন ব্যক্তির ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে চাইল্ড পর্নোগ্রাফি ডাউনলোড করা বা দেখা অপরাধ নয়। এটি পকসো আইন এবং আইটি আইনের অধীনে অপরাধের আওতায় পড়ে না। এনজিও জাস্ট রাইট ফর চিলড্রেন অ্যালায়েন্স হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে।
RG Kar কাণ্ড থেকে শিক্ষা! নারী সুরক্ষায় অভাবনীয় পদক্ষেপ, রাজপথে দাপট দেখাবে 'গ্রিন উইনার্স'
সোমবার (২৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে চাইল্ড পর্নোগ্রাফি দেখা এবং তা রাখা একটি গুরুতর অপরাধ। এই মামলায় মাদ্রাজ হাইকোর্টের রায় বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে যে শিশু পর্নোগ্রাফি সম্পর্কিত সামগ্রী ডাউনলোড করা এবং তা ইলেকট্রনিক ডিভাইসে রাখা অপরাধ। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে POCSO আইন সংশোধন করতে এবং চাইল্ড পর্নোগ্রাফি শব্দ সরিয়ে চাইল্ড সেক্সুয়ালি অ্যাবিউসিভ অ্যান্ড এক্সপ্লোয়েটেটিভ ম্যাটেরিয়াল (CSAEM) দিয়ে প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছে। এনজিও জাস্ট রাইট ফর চিলড্রেন অ্যালায়েন্সের দায়ের করা আবেদনের শুনানির পর সিজেআই ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।
Supreme Court says that mere storage of child pornographic material is an offence under the Protection of Children from Sexual Offences Act (POCSO Act).
— ANI (@ANI) September 23, 2024
Supreme Court suggests Parliament to bring a law amending the POCSO Act to replace the term "child pornography" with "Child… pic.twitter.com/mNwDXX88fb
লাইভ ল রিপোর্ট অনুসারে, মাদ্রাজ হাইকোর্টের সিদ্ধান্তকে এদিন 'গুরুতর ত্রুটি' বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মাদ্রাজ হাইকোর্ট তার মোবাইল ফোনে চাইল্ড পর্নোগ্রাফি ডাউনলোড করার অভিযোগে ২৮ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা খারিজ করে দিয়েছে। মাদ্রাজ হাইকোর্ট বলেছিল যে শুধুমাত্র নিজের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে চাইল্ড পর্নোগ্রাফি ডাউনলোড করা বা দেখা অপরাধ নয়। এটি পকসো আইন এবং আইটি আইনের অধীনে অপরাধের আওতায় পড়ে না, এনজিও জাস্ট রাইট ফর চিলড্রেন অ্যালায়েন্স হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল।
আজই জেলমুক্তি বীরভূমের 'বাঘের', মেয়ের সঙ্গে আগামীকাল বাড়ি ফিরছেন কেষ্ট