West Bengal Police: আরজি কর কাণ্ডে নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে রাজ্য সরকার। মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য, এই প্রশ্নও সামনে এসেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বারে বারে উঠে এসেছে 'থ্রেট কালচার' ও 'হাসপাতালের নিরাপত্তার' প্রসঙ্গ। একদিকে যেমন আরজি কর কাণ্ডে রাজ্যের মুখ পুড়েছে, তেমনই রাজ্য জুড়ে মহিলাদের সার্বিক নিরাপত্তার প্রশ্নে বারেবারে সওয়াল তুলেছে নাগরিক সমাজ। পাশাপাশি নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে উঠেছে স্লোগান। এবার নারী নিরাপত্তায় বিশেষ 'উদ্যোগ' রাজ্যের।
আজই জেলমুক্তি বাংলার 'বাঘের', মেয়ের সঙ্গে আগামীকাল বাড়ি ফিরছেন কেষ্ট
মহিলা সুরক্ষায় ইতিমধ্যে রাজ্যজুড়ে রয়েছে বিশেষ 'উইনার্স' বাহিনী। রাজ্য ও কলকাতা পুলিশের এই বাহিনী অতন্দ্র প্রহরী হয়ে চষে বেড়ান শহর কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে। শহরের রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে এই মহিলা টহলদারি বাহিনীর জুড়ি মেলা ভার। এবার পুজোর আগে নারী নিরাপত্তায় অভাবনীয় উদ্যোগ রাজ্য পুলিশের। চালু হল নারীসুরক্ষায় এক নতুন বাহিনী 'গ্রিন উইনার্স'। মূলত হাসপাতালগুলিতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করাই এই বাহিনীর কাজ।
কিন্তু বিশেষ এই বাহিনীর নাম কেন 'গ্রিন' উইনার্স? পুলিশের শীর্ষ জানানো হয়েছে এই বাহিনী টহল দেবে ব্যাটারি চালিত দূষণহীন ইলেক্ট্রিক সাইকেলে। এই বাহিনীর কাজ, রাস্তাঘাটে তো বটেই, বিশেষ করে হাসপাতালগুলিতে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তাকে জোরদার করা। আরজি কর কাণ্ডে পর মহিলা সুরক্ষায় বিশেষ নজর দিতে চায় রাজ্য। সামনেই উৎসবের মরসুম। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য প্রশাসনের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ময়নাতদন্তে চাপ, 'রক্তগঙ্গা' বয়ে যাওয়ার হুমকি, বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড়