Journalist Munni Saha: বাংলাদেশে এবার চরম হেনস্থার মুখে মহিলা হিন্দু সাংবাদিক। কারওয়ান বাজার এলাকায় সাংবাদিককে হেনস্থা। স্থানীয় একটি পোর্টালের সাংবাদিক মুন্নি সাহাকে হেনস্থা। দেওয়া হয় ভারত বিরোধী স্লোগান।
শনিবার (৩০ নভেম্বর) রাতে ঢাকার কারওয়ান বাজার এলাকায় হেনস্থার মুখে মহিলা হিন্দু সাংবাদিক। মুন্নি সাহা নামে এক বিশিষ্ট হিন্দু সাংবাদিককে হেনস্থা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুসারে উন্মত্ত জনতা অফিস থেকে বেরোনোর পর তাকে ঘিরে ধরে। প্রকাশ্যেই তাকে হেনস্থা করা হয়। এর পরেই, পুলিশে খবর যায়। জানা গিয়েছে স্থানীয় সময় রাত ১০ টা নাগাদ তাকে নিয়ে থানায় আসে। শনিবার এরপর তাকে তেজগাঁও থানায় নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে স্থানান্তর করা হয়।
চিন্ময় প্রভুর গ্রেফতারি, বিশ্বজুড়ে প্রতিবাদের মধ্যেই বাংলাদেশে আটক আরও ২ হিন্দু সন্ন্যাসী
#BREAKING | Prominent Bangladeshi Hindu journalist Munni Shaha has reportedly been attacked by radical groups. Shockingly, police arrested her instead and took her to the station.
— Subodh Kumar (@kumarsubodh_) November 30, 2024
Even #Hindu journalists face threats in #Bangladesh due to their religion.#MunniShaha… pic.twitter.com/RB0nUBaLbF
তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘এক টাকার খবর’-এর সম্পাদক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট সাংবাদিক মুন্নি শাহকে টার্গেট করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অক্টোবরে তার অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়।
ভারতের কড়া হুঁশিয়ারি, পাল্টা কী 'নির্দেশ' বাংলাদেশের?
বিশিষ্ট সাংবাদিক মুন্নি সাহা সহ আরও ৭ সাংবাদিকের বিরুদ্ধে ‘হত্যা মামলা’ দায়ের করেছে অন্তর্বর্তীকালীন সরকার । 'ছাত্র বিক্ষোভে' অংশ নেওয়া ১৭ বছরের এক ছাত্র নাঈম হাওলাদার পুলিশের গুলিতে নিহত হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর নাঈম হাওলাদারের মৃত্যুতে মুন্নি সাহাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এই ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট অক্টোবরে তার অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করার জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দেয়।