Pushpak Express Accident: বুধবার মহারাষ্ট্রের জলগাঁওয়ের কাছে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার বিষয়ে একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। বলা হচ্ছে, এক চা বিক্রেতা পুষ্পক এক্সপ্রেস ট্রেনে আগুনের গুজব ছড়ায়, যার জেরে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা চেন টেনে ট্রেন থেকে লাফ দিতে শুরু করে। এরপর অন্য ট্র্যাকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছেন।
অজিত পাওয়ার এ তথ্য জানিয়েছেন
বৃহস্পতিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুজবের কারণে জলগাঁও ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আসলে, এক চা বিক্রেতা ট্রেনের ভিতরে আগুনের গুজব ছড়িয়ে দিয়েছিলেন, যার জেরে যাত্রীরা ভয় পেয়ে ট্রেন থেকে লাফ দিতে শুরু করেছিলেন।
আরও পড়ুন আরও বাড়ল মৃত্যু, জলগাওঁয়ে ট্রেন দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
প্রসঙ্গত, লখনউ-মুম্বই পুষ্পক এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটেছে। কিছু যাত্রী, যাঁরা অ্যালার্ম চেন টেনে ট্রেন থেকে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন, বুধবার সন্ধ্যায় জলগাঁও জেলার একটি সংলগ্ন ট্র্যাকে বেঙ্গালুরু থেকে দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কা খান। এই দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
কোচে আগুন লেগেছে, চিৎকার করে চা-বিক্রেতা
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এই তথ্যের সত্যতা নিয়ে বলেছেন, যে এক চা বিক্রেতা প্যান্ট্রি কার থেকে চিৎকার করে বলেছিল যে ট্রেনের বগিতে আগুন লেগেছে। উত্তরপ্রদেশের শ্রাবস্তির বাসিন্দা দুই যাত্রী এই কথা শুনে অন্যদের কাছে গুজব ছড়িয়ে দেন, যার ফলে বিশৃঙ্খলা দেখা দেয়।
আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ দেন
তিনি বলেন, আতঙ্কিত যাত্রীরা নিজেদের বাঁচাতে ট্রেন থেকে লাফ দেন। ট্রেনের গতি বেশি ছিল, যার কারণে এক যাত্রী অ্যালার্ম চেন টেনে নিয়ে যান। ট্রেন থামলে লোকজন নামতে শুরু করেন এবং তখনই পাশের ট্র্যাকে কর্ণাটক এক্সপ্রেসের সঙ্গে তাঁরা ধাক্কা খান। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে অনেক যাত্রী মারা যান এবং তাঁদের দেহ বিকৃত হয়ে যায়।
আরও পড়ুন আগুন আতঙ্কে লাইনে ঝাঁপ! এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৮ যাত্রীর
পাওয়ার আরও বলেন, আগুনের গুজবের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ১৩ জন নিহতের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে, এবং গুজব ছড়ানোর সঙ্গে জড়িত দুই যাত্রীও দুর্ঘটনায় আহত হয়েছেন। জেলার মন্ত্রী ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণ পর উভয় দিকে ট্রেন চলাচল শুরু হয়।